কলকাতার কালী – মুক্তকেশি কালী মন্দির

452

আজ কের কলকাতার কালির এই পর্বে লিখবো কলকাতা সংলগ্ন একটি প্রাচীন ও প্রসিদ্ধ কালী মন্দিরের কথা|আজকের পর্বে মুক্ত কেশি কালী মন্দির |

দক্ষিনেশ্বর কালীমন্দির থেকে প্রায় ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত প্রাচীন জনপদ আড়িয়াদহ। এই স্থানেই রয়েছে প্রাচীন এই কালী মন্দির |২০০ বছরের প্রাচীন এই মন্দিরের বাইরের ফলকে লেখা স্থাপিত সন নির্দেশ অনুযায়ী মুক্তকেশী মন্দির দক্ষিণেশ্বর মন্দিরের ও ১৫ বছর আগে প্রতিষ্ঠিত অর্থাৎ ১২৩২ বঙ্গাব্দে|

এই মুক্তকেশী কি কারনে মুক্তকেশী তা জানা না গেলেও মনে করা হয় তাঁর কৃপা না কি অপার|

এই মন্দিরের দেখাশোনার দায়িত্বে আছেন স্থানীয় বন্দ্যোপাধ্যায় পরিবার, তাঁরাই দুশো বছরের বেশি সময় ধরে এই মন্দিরের দেখাশোনা করছেন|প্রতিটি বিশেষ তিথিতে এখানে নিষ্ঠা সহকারে কালী পুজোর আয়োজন হয় |

আশা করি ভালো লাগলো এই উপস্থাপনা |দেখা হবে পরের পর্বে |জ্যোতিষ পরামর্শ ও প্রতিকারের জন্য যোগাযোগ করুন উল্লেখিত নাম্বারে |ভালো থাকুন |ধন্যবাদ