বিদেশের শক্তি পীঠ – ইন্দ্রাক্ষ্মী

384

বিদেশের মাটিতে অবস্থিত শক্তি পীঠ গুলো নিয়ে আগের কয়েকটি পর্বে লিখেছি, আজকের পর্বে আরেকটি শক্তি পীঠ আপনাদের সামনে আনবো যা ভারতের প্রতিবেশি রাষ্ট্র শ্রীলংকায় অবস্থিত|

পুরাকালে শ্রীলংকা ছিলো রাবনের সোনার লঙ্কা এই লংকার জাফনার অন্যতম ধর্মীয় স্থান নাইনাতিভু৷ সেখানেই আছে এক প্রাচীন কালী মন্দির৷ বহু প্রাচীন এই এলাকা এক সময় কানদারোদাহ বা ভাল্লিপুরম রাজ্যের রাজধানী ছিল|এই স্থানেই রয়েছে এক প্রসিদ্ধ শক্তি পীঠ|

পৌরাণিক মত অনুযায়ী,প্রাচীন সিংহলের ওই স্থানেই পড়েছিল সতীর পায়ের মল৷ সতী এখানে ইন্দ্রাক্ষ্মী আর শিব হলেন রক্ষশেশ্বর৷ পৌরাণিক মত অনুসারে ইন্দ্রাক্ষ্মীর মূর্তি বানিয়ে পুজো করতেন স্বয়ং দেবরাজ ইন্দ্র|

আজও ধুমধাম করে কালীর আরাধনা হয় বৌদ্ধপ্রধান শ্রীলঙ্কাতে অবস্থিত ওই মন্দিরে|সারা বছর বহু দর্শনার্থীর আগমন ঘটে এই শক্তি পিঠে, তার পাশাপাশি বিশেষ বিশেষ কিছু তিথিতে বিশেষ পুজো ও সেই উপলক্ষে ব্যাপক জন সমাগমও চোখে পড়ে|

আবার কোনো নতুন শক্তি পিঠের অজানা কথা নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে|আপনাদের জানিয়ে রাখি নিয়মিত টিভির অনুষ্ঠানের পাশাপাশি আবার নিয়মিত ইউটিউব এ ফিরে আসবো শীগ্রই আর অনলাইন জ্যোতিষ পরামর্শ বা ভাগ্য গণনার পাশাপাশি কলকাতা ও জেলার চেম্বারেও আমাকে পাবেন আগামী দিনে|এই সংক্রান্ত যেকোনো তথ্য পেতে ও ভাগ্যবিচারের জন্যে যোগাযোগ করতে পারেন উল্লেখিত নাম্বারে ভালো থাকুন