শিব অবতার – বীরভদ্র রূপ
পন্ডিতজি ভৃগুশ্রী জাতক
শিবের বিভিন্ন রূপের মধ্যে তার তার বীর ভদ্র রূপটি অন্যতম। এটি শিবের একটি
ভয়াল এবং উগ্র রূপ। আজকের পর্বে বীরভদ্রকে নিয়ে লিখবো।
বীর ভদ্র একই সাথে শিবের অনুচর এবং শিবের অংশ। শিবের শরীর থেকেই তার জন্ম। দক্ষযজ্ঞর সময়ে সতী অপমানে দেহ ত্যাগ করলে ক্রোধে ফেটে পড়েন মহাদেব তখন শিবের ক্রোধাগ্নি থেকে বীর ভদ্রর জন্ম হয়। শিব একটি বিশেষ উদ্দেশ্যে বীর ভদ্র কে সৃষ্টি করেন।
বীর ভদ্রর রূপ অতি ভয়ঙ্কর বীরভদ্রকে বহু বাহু বিশিষ্ট জটা ধারী হিংস্র মুখভঙ্গির বিরাট দেহ ধারী রূপে পুরানে চিত্রিত করা হয়েছে।বায়ু পুরান মতে তার সহস্র বাহু সহস্র চোখ এবং সহস্র পা রয়েছে।
বীর ভদ্র তরবারি, ত্রিশূল এবং ধনুক সহ বিভিন্ন অস্ত্র ধারণ করেন।
সৃষ্টির পর বীরভদ্র তার অনুচর রৌম্য এবং রূদ্র তুল্যকে নিয়ে দক্ষর যজ্ঞ স্থল আক্রমণ করেন এবং সব ধ্বংশ করেন।দক্ষকে হত্যা করেন এবং তার পত্নীকে বন্দী করেন।এর পরেও তার ক্রোধ ঠান্ডা না হলে স্বয়ং ব্রম্ভা এসে তার স্তুতি করেন এবং বীর ভদ্র শান্ত হন।
বীরভদ্রকে প্রায়শই ধ্বংসের সাথে যুক্ত করা হয় এবং তাকে ন্যায়বিচারের রক্ষক এবং প্রয়োগকারী হিসাবে বিবেচনা করা হয়।নন্দী এন ভৃঙ্গীর ন্যায় বীর ভদ্র শিবের অত্যান্ত প্রিয় অনুচর এবং বীর ভদ্র সর্বদা শিব আজ্ঞা পালনে প্রস্তুত।
ফিরে আসবো পরের পর্বে শিব মাহাত্ম নিয়ে। থাকবে শিব সংক্রান্ত অন্য একটি পৌরাণিক বিষয় নিয়ে। পড়তে থাকুন।ভালো থাকুন। ধন্যবাদ।