ভক্তের ভগবান – রামভক্ত জটায়ু

7

ভক্তের ভগবান – রামভক্ত জটায়ু

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

আগে একটি পর্বে আপনাদের রামভক্ত শবরীর কথা বলেছিলাম। আজকের পর্বে আপনাদের আরো এক মহান রাম ভক্ত জটায়ুর কথা বলবো।

রামায়নে জটায়ু সম্পর্কে কিছু তথ্য থাকলেও বজরংবলীর উজ্জ্বল উপস্থিতি তে অন্যান্য রাম ভক্তদের ন্যায় জটায়ুর মহিমা এবং তার প্রভু শ্রী রামের প্রতি ভক্তি অনেকটাই ম্লান হয়ে রয়ে গেছে।

 

জটায়ু ঋষি কষ্যপের বংশে জন্মেছিলেন এবং তার সম্পতি নামে এক ভাই ছিলো। যৌবনে একবার কৌতূহল বসত জটায়ু সূর্য দেবতার

কাছে উড়ে যান। সূর্যের কক্ষপথে প্রবেশ করলে প্রচন্ড তাপে তার ডানা ঝলসে যেতে লাগল। তার ভাইকে বাঁচানোর মরিয়া প্রচেষ্টায় সম্পতি তার সামনে উড়ে যায় এবং তার ডানা প্রশস্ত করে জটায়ুকে রক্ষা করেন।

 

রামায়ণের অরণ্য কাণ্ডে বলা হয়েছে যে জটায়ু হলেন শকুনের রাজা বা গিধরাজ।আবার জটায়ু ছিলেন সমগ্র পক্ষীকুলের উপর রাজত্ব করার অধিকারী তাই তাকে পক্ষীরাজও বলা হয়।

জটায়ু ছিলেন পরম রাম ভক্ত এবং রামকে তার সর্বশক্তি দিয়ে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।তাই।

 

বনবাসে থাকাকালীন রাবণ যখন মাতা সীতাকে অপহরণ করেছিলেন, যখন জটায়ু তাকে বাঁচানোর জন্য রাবনের সাথে ভীষণ যুদ্ধ করেন এবং রাবন কতৃক পরাজিত এবং নিহত হন।

তবে মৃত্যুর পূর্বে তিনি রামকে রাবনের দিশা বলে দেন।মৃত্যুর পর শ্রী রাম রাজকীয় মর্যাদায়

তার শেষকৃত্য সম্পন্ন করেন এবং তার এই পরম ভক্তের আত্মত্যাগের জন্য নিজের চোখের জল ফেলেন।

 

জটায়ু সম্পূর্ণ নিঃস্বার্থ ভাবে নিজ আরাধ্য শ্রী রামের সেবা করেন এবং প্রাণ বিসর্জন দেন। তার দেহ ত্যাগ তার ভক্তিকে পূর্ণতা দান করেন এবং তার ভক্তির জোরে তার নাম অন্যতম শ্রেষ্ঠ

রাম ভক্ত রূপে পরিগণিত হয়।

 

আবার পরের পর্বে এমনই এক মহান ভক্ত এবং তার ভক্তির বৃত্তান্ত নিয়ে ফিরে আসবো। পড়তে থাকুন।ভালো থাকুন। ধন্যবাদ।