ভক্তের ভগবান – কৃষ্ণ ভক্ত জয়দেব
পন্ডিতজি ভৃগুশ্রী জাতক
আজ আপনাদের গীত গোবিন্দর রচয়িতা এবং মহান কৃষ্ণ ভক্ত পরম বৈষ্ণব শ্রী জয়দেব প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করবো। জানাবো এক অলৌকিক ঘটনার কথা।
শ্রী জয়দেব গোস্বামী একাদশ শতাব্দীতে বিরহুম জেলার কেন্দুলি গ্রামে আবির্ভূত হন। তাঁর পিতার নাম ভোজাদেব এবং মাতার নাম বামা দেবী। তাঁর প্রাথমিক জীবন সম্পর্কে খুব কমই জানা যায়, তবে বলা হয় যে তিনি অল্প বয়স থেকেই সংস্কৃতের পণ্ডিত ছিলেন এবং আধ্যাত্মিক জীবনে
আকৃষ্ট হন।যুবক বয়সে জয়দেব বহু তীর্থ স্থান পরিদর্শন করার পর জগন্নাথ পুরীতে যান। সেখানে তিনি পদ্মাবতী নামে এক ভক্ত মেয়েকে বিয়ে করেন।
রাধা কৃষ্ণের প্রেম লীলা নিয়ে জয়দেব গীত গোবিন্দ রচনা করে ছিলেন যা বৈষ্ণব সাহিত্যর এক অমূল্য সম্পদ।
গীতা-গোবিন্দ রচনা করার সময়, জয়দেব একটি পদ লিখতে গিয়ে থেমে গিয়েছিলেন যেখানে কৃষ্ণ তাকে ছেড়ে যাওয়ার পরে রাধা অনুতপ্ত হন এবং কৃষ্ণ শ্রী রাধার ভক্ত সেবক হয়ে তার মান ভঞ্জন করছেন।কৃষ্ণ রাধার অনুগত বা তার অধীনে এটা লেখা যথাযত হবে কিনা এটা নিয়ে জয়দেব চিন্তিত ছিলেন।লেখা বন্ধ রেখে গঙ্গা স্নান করতে গেল। তাঁর অনুপস্থিতিতে, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং জয়দেবের রূপে আবির্ভূত হন, স্বর্ণাক্ষরে একটি শ্লোক লেখেন এবং পদ্মাবতীর তৈরি খাবার গ্রহণ করেন । জয়দেব ফিরে এসে পদ্মাবতীকে তার সামনে খেতে দেখে অবাক হয়ে যান কারন পদ্মাবতী স্বামীর আগে খেতেন না। জিগেস করে জানতে পারেন তিনি নাকি একটু আগেই নিজে এসে খাবার খেয়েছেন এবং তার ঘরে চলে গেছেন।জয়দেব তার ঘরে গিয়ে স্বর্ণাক্ষরে লেখা শ্লোকটি দেখতে পেলেন, যে শ্লোকটি তিনি লিখতে দ্বিধাবোধ করেছিলেন। অশ্রুসজল চোখে তিনি স্ত্রীকে ডাকলেন এবং জানালেন তারা পরম সৌভাগ্য লাভ করেছেন আজ ভগবান স্বয়ং এসে তার হয়ে শ্লোক রচনা করেছেন।
জয়দেবের সময়ে গজপতি পুরুষোত্তমদেব ছিলেন পুরীর রাজা। তিনি জয়দেবের প্রতি ঈর্ষান্বিত ছিলেন এবং নিজেকে জয়দেবের সমতুল্য একজন কবি মনে করে নিজে গীতা-গোবিন্দ নামে একটি কাব্য গ্রন্থ রচনা রচনা করেছিলেন।ঠিক হয়
দুটি পাণ্ডুলিপি রাতে ভগবান জগন্নাথের সামনে রাখা হবে এবং ভগবান তাঁর সিদ্ধান্ত নেবেন।তিনিই জানাবেন পরের দিন যখন ভক্তরা আসেন, তারা দেখতে পান জয়দেবের গীতা-গোবিন্দ জগন্নাথের বুকে আটকে আছে রাজার পাণ্ডুলিপি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
আসলে ভক্ত যখন ভগবানের কাছে সম্পূর্ণ রূপে আত্মসমর্পণ করেন তখন তিনিই তাদের পরিচালনা করেন।
ভক্ত এবং ভগবানের পরবর্তী পর্ব নিয়ে আগামী পর্বে ফিরে আসবো। পড়তে থাকুন।
ভালো থাকুন। ধন্যবাদ।
