কালী কথা – জঙ্গল মহলের কালী পুজো
পন্ডিতজি ভৃগুশ্রী জাতক
আজ কালী কথায় আপনাদের জঙ্গল মহলের প্রাচীন এবং রহস্যময় বামাকালী পুজোর কথা
জানাবো।
জঙ্গল মহলে তিনদিক পাহাড় ঘেরা এক গ্রামে দেবীর মন্দির।কর্মা বুরু, কানা পাহাড় আর তিলাই পাহাড় এই তিন পাহাড় ঘেরা ছোট্ট জনপদ বেশ দীর্ঘ সময় ধরে এখানে কালী পুজো করে আসছে।আজ থেকে প্রায় আড়াইশ বছর আগে বিশেষ স্বপ্নাদেশ পেয়ে শুরু হওয় কর্মকার পরিবারের প্রতিষ্ঠিত এই পুজো এখন সার্বজনীন হয়ে উঠেছে।
অনেকের কাছেই জঙ্গল মহলের এই দেবী বামা কালী নামে বেশি পরিচিত।এই কালী পুজোর বিশেষ কিছু বৈশিষ্ট আছে। একসময় দেবী মূর্তি বাঁধা থাকতো শিকলে।তার সঠিক কারন আজও অজ্ঞাত। এখানে ভূত চতুর্দশীতে মূর্তি গড়া হয়। অমাবস্যার রাতে প্রাণ প্রতিষ্ঠা হয় । জঙ্গলমহলের বলরামপুরের কর্মা গ্রামে, এই প্রাচীন কালী পুজোয় আরও এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। বামা কালী মূর্তি গড়েন পূজারী। এটাই পরম্পরা যা শুরুর দিন থেকে বজায় আছে।
তন্ত্র মতে এখানে পুজো সম্পন্ন হয়।পুজোয় কয়েকশো পশু বলি হয়। কয়েক হাজার লোকের সমাগম ঘটে মন্দিরে।জঙ্গল মহল ছাড়াও ভিন রাজ্যের ভক্ত আসেন মানত করেন। আশা আকাঙ্খা পূরণের পর মানত শোধ করেন।
ভক্তরা বিশ্বাস করেন অত্যান্ত জাগ্রত এই জঙ্গল মহলের কালী এবং তিনি সর্বদা ভক্ত দের সব মনোস্কামনা পুর্ন করেন।
বর্তমানে এই অঞ্চলে দুর্গাপুজো নয় কালীপুজো প্রধান উৎসব।পুজো উপলক্ষ্যে কয়েকদিন ধরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। মনোরঞ্জন আর বিনোদনের আখড়া হয়ে মন্দির প্রাঙ্গন।
আবার পরের পর্বে ফিরে আসবো কালী কথার অন্য একটি পর্ব নিয়ে। থাকবে প্রাচীন এক কালী পুজোর ইতিহাস এবং অলৌকিক নানা
ঘটনা।পড়তে থাকুন।ভালো থাকুন। ধন্যবাদ।