পুরান কথা – বানেশ্বর শিব লিঙ্গ

1458

আজ সোমবারের পুরান সংক্রান্ত আলোচনায় আপনাদের একটি বিশেষ শিব লিঙ্গর কথা বলবো যা বানেশ্বর শিবলিঙ্গ নামে আপনারা জেনে থাকবেন এই শিব লিঙ্গের সাথে আকৃতির বা ধনুর্বানের কোনো সম্পর্ক নেই উত্তর ও ব্যাখ্যা আছে পুরানে|পুরান অনুসারে, প্রাচীনকালে বাণ নামে এক শিব ভক্ত অসুর প্রতিদিন শিবলিঙ্গ নির্মাণ করে পূজা করতেন। এইভাবে দীর্ঘদিন শিবপূজার ফলে শিব তাকে দর্শন দিয়ে একটি বর দিতে চান। বাণ বলেন, প্রতিদিন তাকে শিবলিঙ্গ নির্মাণ করতে বেশ কষ্ট পেতে হয়। তাই বর হিসেবে তিনি উত্তম লক্ষণযুক্ত শিবলিঙ্গ চান। শিব চোদ্দো কোটি শিবলিঙ্গ নির্মাণ করে বাণকে দেন। বাণ সেগুলি পেয়ে মনে ভাবেন, এগুলি পূজায় যখন বিশেষ ফল পাওয়া যায়, তখন এগুলি সর্বসাধারণের কল্যাণের কাজেই ব্যবহার করা উচিত। এই ভেবে তিনি তিন কোটি লিঙ্গ কালিকাগর্তে, তিন কোটি লিঙ্গ শ্রীশৈলে, এক কোটি কন্যাশ্রমে, এক কোটি মহেশ্বর ক্ষেত্রে এবং অবশিষ্ট লিঙ্গগুলি বিভিন্ন তীর্থক্ষেত্রে স্থাপন করেন।বাণ নামক অসুরের দ্বারা পূজিত বলে এই লিঙ্গগুলি বাণলিঙ্গ বা বাণেশ্বর শিবলিঙ্গ নামে পরিচিত হল।বানেশ্বর শিব লিঙ্গ প্রাকৃতিক ভাবে উদ্ধার করা হয় এবং বেশ দুর্লভ|আবার আগামী পর্বে এমন কোনো পৌরাণিক বিষয় নিয়ে ফিরে আসবো|পড়তে থাকুন|ভালো থাকুন|ধন্যবাদ|