নব দূর্গা – নবম রূপ

872

আজ বিজয়া দশমী, এই তিথিতে দেবী দূর্গা মহিষাসুরে বধ করে বিজয় লাভ কোরেছিলেন তাই বলা হয় বিজয়া দশমী|আগেই দেবীর আটটি রূপ নিয়ে আলোচনা করেছি আজ নবদুর্গার নবম তথা শেষ রূপ সিদ্ধিদাত্রী নিয়ে আলোচনা করবো| সিংহবাহিনী দেবীর চার হাতে আশীর্বাদী মুদ্রা | তিনি সিদ্ধি দান করেন|দেবী ভগবত্‍ পুরাণে আছে, স্বয়ং মহাদেব দেবী পার্বতী কে সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন|এবং তার ফলে মহাদেব সকল সিদ্ধি লাভ করেন|দেবীর উপাসনায় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি এবং সকল সিদ্ধি লাভ হয়| যারা কর্ম ক্ষেত্রে উন্নতি চায় শিক্ষা ক্ষেত্রে সমস্যা থেকে মুক্তি চায় এবং প্রকৃত জ্ঞান লাভ করতে চায় তারা দেবীর এই রূপের আরাধনা করতে পারেন|এসেছেন দেবী|স্বমহিমায় বিরাজ করছেন তিনি মর্ত লোকে| আবার একটি বছর পর আমরা তাকে ঘরের মেয়ে রূপে মর্তে স্বাগত জানাবো|তার আরাধনায় দূর হোক সব বিপদ কেটে জাক সব সংকট|জগতের মঙ্গল হোক|জয় মা দূর্গা| আপনাদের সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানাই|ভালো থাকুন|ধন্যবাদ|