শক্তি পীঠ – আম্বাজী

16

শক্তি পীঠ – আম্বাজী

 

পন্ডিতজি ভৃগুর শ্রী জাতক

 

আমাদের শাস্ত্রে বর্ণিত একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম এই আম্বাজী মাতার মন্দির যা গুজরাটের পালনপুরের কাছে এবং মাউন্ট আবু থেকে কিছুটা দুরে অবস্থিত|আজকের পর্বে গুজরাটের আম্বাজী শক্তি পীঠ|

 

শাস্ত্র মতে এখানে দেবী সতীর হৃদয় পতিত হয়েছিলো|অত্যান্ত জাগ্রত ও প্রসিদ্ধ এই আম্বাজী মন্দির|সারা বছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই মন্দিরে।

 

দেবীর কোনো মূর্তি বা প্রতিরূপ এখানে নেই তার বদলে রয়েছে একটি শ্রীযন্ত্র যা ভক্তি ভরে পুজো করেন দর্শনার্থীরা তবে কিছু বিধি নিষেধ মেনে এবং ছবি তোলা কিন্তু কঠোর ভাবে নিষিদ্ধ|

রহস্যজনক ভাবে এই শ্রীযন্ত্র কিন্তু জন সমক্ষে আনা হয়না,পুজোর সময় পুরোহিতের চোখ ও ঢেকে দেয়া হয় বলে শোনা যায়|স্বর্ণ জড়িত এই প্রাচীন শ্রী যন্ত্র টি স্থাপিত আছে মন্দিরের অভ্যন্তরে একটি বিশেষ কক্ষে।

 

জনশ্রুতি আছে একবার স্থানীয় রাজা দেবীর জন্য এক বিরাট মন্দির নির্মাণ করে দেবীকে সেখানে নিয়ে যেতে চান। দেবী রাজি হলেও শর্ত দেন যাওয়ার পথে রাজা পিছনে তাকাতে পারবেন না।

চলার পথে রাজা তার প্রতিশ্রুতি ভঙ্গ করে পেছনে তাকাতেই দেবী সেই স্থানে চিরস্থায়ী হন। সেখানেই অবস্থিত আজকের আম্বাজী মন্দির।

 

এখানে অমাবস্যা ও পূর্ণিমায় বিশেষ পুজো উপলক্ষে ভিড় হয় বেশি|তবে প্রায় সারাবছরই মানুষ আসেন, মন্দির দর্শন করেন ও দেবীর কাছে প্রার্থনা করেন|

 

আজ এক শক্তি পীঠের কথা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামী পর্বে। পড়তে থাকুন।ভালো থাকুন।ধন্যবাদ।