ছট পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন 

20

ছট পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

আজ ছট পুজো। ছট পুজো বা ছট উৎসব সনাতনী দের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক শাস্ত্রীয় উৎসব।আজ ছট পুজো নিয়ে কিছু আধ্যাত্মিক কথাবার্তা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ উপাচার আপনাদের সামনে উপস্থাপন করবো।

 

কার্তিক শুক্লা চতুর্থী থেকে কার্তিক সপ্তমী পর্যন্ত চারদিন ধরে চলে ছটপুজো।ধন, বৈভব, যশের কামনা করে থাকলে ছট পুজোর দিন প্রত্যক্ষ দেবতা সূর্যের সাধনা করতে ভুলবেন না। এদিন, বিধি অনুযায়ী পুজো ও উপোস করলে সমস্ত বাধা দূর হয় ও সরকারি চাকরি ও ব্যবসায় সাফল্য হাতে আসে।

 

আজকের দিনে স্নান করে সূর্যকে জলের অর্ঘ্য দেওয়া উচিত। রোজ এই অর্ঘ্য দেওয়া যেতে পারে। ধর্মীয় ধ্যান-ধারণা অনুযায়ী, নিয়মিত জলের অর্ঘ্য দিলে সূর্য দেব খুশি হন।

 

ছট পুজোর দিন সূর্য্য প্রনাম, গঙ্গা স্নান এবং ফুল ফল সহযোগে নানা বিধ মিষ্টান্ন সূর্য্য দেবকে অর্ঘ্য রূপে নিবেদন করতে পারেন।

 

সূর্যকে প্রসন্ন করার জন্য ছট পুজোর দিন গুড় দান করা উচিত। এদিন দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। ব্যক্তি নিজের ইচ্ছানুযায়ী দান করতে পারেন।

 

আপনাদের সবাইকে জানাই ছট পুজোর শুভেচ্ছা। ফিরে আসবো কৃষ্ণ কথা নিয়ে আগামী পর্বে। পড়তে থাকুন।ভালো থাকুন|ধন্যবাদ|