তমলুকের ঘোষ বাড়ির দূর্গা পুজো

73

তমলুকের ঘোষ বাড়ির দূর্গা পুজো

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় পারিবারিক পুজো হলো তমলুকের ঘোষবাড়ির দুর্গাপুজো। আজকের পর্বে জানবো এই পুজোর ইতিহাস এবং বিশেষত্ব।

 

এই দুর্গাপুজোর দূর্গা পুজোর দুটি বিশেষত্ব আছে প্রথমটি হলো এই বাড়িতে মহালয়ার আগে কৃষ্ণানবমী তিথিতে দেবীর বোধন হয় দ্বিতীয়টি হলো এখানে পুজো হয় বৃহৎ নন্দীকেশ্বর পদ্ধতিতে।

 

মহালয়ার আগেই কৃষ্ণ নবমী তিথি থেকে প্রতিদিন চলে লক্ষাধিক বার দুর্গানাম জপ, মধুসূদন নামজপ আর চণ্ডীপাঠ।সব নিয়ম মানা হয় শাস্ত্র মতে।সব নিয়ম সেই শুরুর দিন থেকে চলে আসছে। আজও পুকুর থেকে মাটি তুলে এনে মায়ের গায়ে ছোঁয়ানো হয়। এটা এ বাড়ির রীতি।

 

জমিদারি আমলে পুজো ঘোষ বাড়ির মধ্যে সীমাবদ্ধ ছিলো পরে ধীরে ধীরে তা পুরো গ্রামের পুজো হয়ে দাঁড়িয়েছে।বর্তমানে এই থিম পুজোর ভিড়েও দূর্গা পুজো মানে এই বাড়ির ঠাকুর দালানে মা দুর্গার উজ্জ্বল উপস্থিতি।

 

ঘোষ বাড়ির দূর্গাপুজোয় কুমারী পুজোতেও রয়েছে বৈচিত্র।সপ্তমী অষ্টমী ও নবমী এবং সন্ধি পুজোর সময় চার বার আলাদা আলাদা করে কুমারী পুজো হয়।

 

সব শেষে বলতে হয়। যে নন্দীকেশ্বর পদ্ধতিতে এ বাড়িতে দূর্গাপুজো হয়ে তা বর্তমানে বাংলার হাতে গোনা কয়েকটি রাজ বাড়িতে হয়ে থাকে যার মধ্যে আছে শোভাবাজার রাজবাড়ি, কৃষ্ণনগর রাজবাড়ি এবং সাবর্ণ রায়চৌধুরী বাড়ি।

 

আজও ইতিহাস, ঐতিহ্য এবং শাস্ত্রের অপূর্ব মেল বন্ধন ঘটে এই তমলুকের ঘোষ বাড়িরর দূর্গা পুজোয়।

 

ফিরে আসবো এমনই একটি ঐতিহাসিক বনেদি বাড়ির দূর্গা পুজোর ইতিহাস নিয়ে আগামী পর্বে। দেখতে থাকুন। ভালো থাকুন। ধন্যবাদ।