শিব অবতার – নটরাজ রূপ

94

শিব অবতার – নটরাজ রূপ

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

গোটা চৈত্র মাস ধরে ঠিক করেছি শিবের বিভিন্ন রূপ, শিব কে নিয়ে নানা পৌরাণিক ঘটনা এবং বাংলার প্রাচীন শিব মন্দির গুলি নিয়ে আলোচনা করবো।আজকের পর্ব শিবের নটরাজ রূপ নিয়ে|

 

পূরাণে কথিত আছে, শিব যখন ক্ষিপ্ত হন তখনই তার এই নটরাজ রূপ প্রকাশ্যে আসে, শিবের ক্রোধের বহিঃপ্রকাশ ঘটে এই নৃত্যরত নটরাজ রূপের মাধ্যমে|শিবের একশো টি নামের মধ্যেও আছে নর্তক ও নিত্যনর্ত নাম দুটি|

 

শিল্প কলা বিশেষত নৃত্যের সঙ্গে শিবের গভীর সম্পর্ক রয়েছে|কথিত আছে নৃত্য ও সঙ্গীত শিবের সৃষ্টি, তিনিই এই নৃত্যকলার প্রবর্তক| তাই তার আরেকনাম নটরাজ।শিবের সব থেকে প্ৰিয় দুটি নৃত্যের নাম হল তাণ্ডব ও লাস্য| তাণ্ডব ধ্বংসাত্মক এবং পুরুষালি নৃত্য ও লাস্য হলো তাণ্ডবের নারীসুলভ বিকল্প যার মধ্যে লুকিয়ে আছে সৃষ্টির আনন্দ| তাণ্ডব ও লাস্য নৃত্য যথাক্রমে ধ্বংস ও সৃষ্টির প্রতীক|।

 

আবার পুরান মতে গজাসুর এবং কালাসুর নামক দুই ভয়ঙ্কর অসুরকে নিধন করার পর শিব নটরাজ রূপে তান্ডব নৃত্য নেচে ছিলেন।

 

সমগ্র ভারতে বিশেষ করে দক্ষিণ ভারতে নটরাজ বেশে শিবের মূর্তি অত্যন্ত জনপ্রিয়। তিনি সব শিল্পীর পরম শ্রদ্ধেয় তার আশীর্বাদ নিয়ে অনেক শিল্পীই তার নৃত্য অনুষ্ঠান আরম্ভ করেন|অনেকেই শিবের নটরাজ মূর্তি বাড়িতে সাজিয়ে রাখেন, এক্ষেত্রে বাস্তু শাস্ত্র মতে নৃত্যরত শিবের মূর্তি রাখলে ঘরে পজেটিভ শক্তির মাত্রা মারাত্মক বেড়ে যায় তাই সর্বদা একজন বাস্তুবিদের পরামর্শ মেনে নটরাজ মূর্তি গৃহে রাখা উচিৎ।

 

আজকের পর্বে নটরাজ রূপ নিয়ে এইটুকুই, আবার ফিরবো পরের পর্বে। পড়তে থাকুন।

ভালো থাকুন। ধন্যবাদ।