কালী কথা – শেফালীর কালী পুজো

101
কালী কথা – শেফালীর কালী পুজো
পন্ডিতজি ভৃগুশ্রী জাতক
মালদায় এক অদ্ভুত এবং বৈচিত্রপূর্ণ কালী পুজোর ইতিহাস এবং সেই পুজো সংক্রান্ত কিছু অলৌকিক ঘটনা নিয়ে আজকের কালী কথা।
আজ থেকে বেশ কয়েক দশক আগে ভিন্ন সম্প্রদায়ের এক গৃহস্ত রমণী তার স্বপ্নে দেবীর কাছ থেকে নির্দেশ পেয়ে কালী পূজার আয়োজন করেছিলেন।শুরুতে বেশ কিছু বাঁধা এলেও পুজো বন্ধ হয়নি।
খুব দ্রুত এই কালী পুজো জাতী ধর্ম এবং বর্ণ নির্বিশেষে সবার মধ্যে জনপ্রিয়তা অর্জন করে।জনশ্রুতি আছে পুজো শুরু হওয়ার পর সেই রমণীর মধ্যে অলৌকিক শক্তি বিকশিত হয়। তিনি তার অতিপ্রাকৃতিক ক্ষমতা দিয়ে মানুষের সেবা করতেন। গ্রামে কেউ অসুস্থ হয়ে তার কথা মেনে চললেই সেরে উঠত।
শোনা যায় একবার সেই রমণী নিজে খুব অসুস্থ্য হয়ে পড়েন এবং সেই সময়ে দেবী তাকে স্বপ্নে দর্শন দিয়ে কিছু নির্দেশ দেন। সেই দৈব নির্দেশ পালন করলে তিনি সুস্থ্য হয়ে ওঠেন।
সমগ্র জেলায় তার নাম ছড়িয়ে পরে। দুর দুর থেকে মানুষ আসতে শুরু করেন তাদের দুঃখ কষ্ট নিয়ে এবং দেবীর কাছে মনোস্কামনা জানিয়ে সুফল পান অনেকই।
পরবর্তী কালে গ্রামবাসীদের চেষ্টায় পৃথক একটি মন্দির তৈরী করে পুজোর প্রচলন হয় এবং আজও সেই পুজো চলে আসছে।এখানে পূজার পর চোদ্দ দিন পর্যন্ত মূর্তিটি বেদীতে থাকে এবং তারপরে সেই রমণীর বাড়ির পাশের পুকুরে বিসর্জন হয়।
সেই তথাকথিত অলৌকিক ক্ষমতাসম্পন্না নারী নাম অনুসারে এই কালীকে শেফালী কালী নামে ডাকা হয়।
যথা সময়ে ফিরে আসবো কালী কথার পরবর্তী পর্ব নিয়ে। দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে চলতে
থাকবে কালী কথা। পড়তে থাকুন।
ভালো থাকুন।ধন্যবাদ।