পুরান এবং নবগ্রহ – মঙ্গলদেব
পন্ডিতজি ভৃগুশ্রী জাতক
নব গ্রহের অন্যতম প্রধান এবং প্রভাবশালী একটি
গ্রহ মঙ্গল আজকের এই পর্বে এই মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করবো।
শাস্ত্র মতে মঙ্গল গ্রহের দেবতা মঙ্গলদেব|তিনি অকৃতদার ও যুদ্ধ বিগ্রহের দেবতা এমন কি কিছু প্রাচীন গ্রন্থে তাকে দেব সেনাপতি কার্তিকের সমতুল্য বলা হয়েছে|মঙ্গল দেব একজন প্রবল পরাক্রমী যোদ্ধা যিনি তারকাসুরকে বধ করেছিলেন|কোনো কোনো পৌরাণিক কাহিনীতে মঙ্গল দেবকে বিষ্ণুর বরাহ অবতার ও বসুন্ধরা বা পৃথিবীর সন্তান হিসেবে দেখানো হয়েছে আবার কিছু কিছু শাস্ত্রে উল্লেখ আছে যে তার জন্ম হয়েছে শিবের ঘাম বা রক্তের ফোঁটা থেকে|
ব্রহ্ম বৈবর্ত পুরানে মঙ্গল দেবের জন্ম ও তার স্বরূপ সম্পর্কে বহু তথ্য লিপিবদ্ধ রয়েছে|মঙ্গলদেবের শরীর রক্ত বর্নের তার পোশাকের রঙও লাল |তার চারটি হাত|চার হাতে ক্রমানুসারে অভয়মুদ্রা, ত্রিশুল, গদা এবং বরমুদ্রা শোভিত|মঙ্গল দেবের বাহন ভেড়া এবং তার বাসস্থান মঙ্গল লোক|মঙ্গলবারটি মূলত এই দেবতাকে উৎসর্গকৃত।সকল গ্রহদের মধ্যে মঙ্গলকে কুমার গ্রহ বলা হয় এবং এই গ্রহটি অত্যান্ত শক্তিশালী|পঞ্চমহাপুরুষ যোগের অন্যতম রুচক যোগের প্রধান কারিগর এই মঙ্গল গ্রহ।
পৌরাণিক এবং শাস্ত্রীয় ব্যাখ্যার পর এবার আসি জ্যোতিষ শাস্ত্রে|মঙ্গল অগ্নি তত্ত্বর গ্রহ এবং বর্ণ লাল|আশ্চর্যর বিষয় আজকের আধুনিক জ্যোতির্বিজ্ঞানের আবিষ্কারেও মঙ্গলের মাটির রং লাল|তত্ব ও বর্ণ অনুসারে মনে মঙ্গলের জন্য নির্ধারিত প্রধান রত্ন হলো রক্ত প্রবাল|
অন্যান্য গ্রহের ন্যায় মঙ্গলের যেমন কিছু ভালো প্রভাব আছে তেমনি খারাপ প্রভাব ও রয়েছে| মঙ্গলের মধ্যে সৃষ্টি ও বিনাশ , শুভ ও অশুভ , উভয় গুনই বর্তমান| জন্ম কুণ্ডলীতে মঙ্গল শুভ অবস্থায় না থাকলে জাতক বা জাতিকার তেজস্বীতা ও সাহস কম থাকবে|জীবনে জামেলা-ঝঞ্জাট বাড়বে , দুর্ঘটনার সম্ভাবনা থাকবে, অশান্তি , মামলা – মোকদমা ইত্যাদির সম্ভবনা থাকবে|আবার মঙ্গল জন্মকুণ্ডলীতে শুভ হলে , জাতক বা জাতিকা স্বাধীনচেতা , সাহসী , বীরত্ব ভাব সম্পন্ন হবে। ভূসম্পত্তি লাভ,
গৃহ লাভ , অঙ্কে দক্ষতা , শাস্ত্র জ্ঞান লাভ , চিকিৎসাশাস্ত্রে পারদর্শিতা , শিল্পকলায় বা ক্রীড়া ক্ষেত্রে নাম করা ইত্যাদি মঙ্গলের অবস্থান এবং তার গ্রহগত সংযোগের উপর নির্ভর করে|
মঙ্গল গ্রহ জ্যোতিষ শাস্ত্রে সব থেকে বেশি আলোচিত হয় মাঙ্গলিক দোষের কারনে। জাতক জাতিকার জন্ম ছকে এক, চার, ছয়, আট এবং বারো এই ঘর গুলির একটিতে মঙ্গল থাকলে মাঙ্গলিক বলা হয়। মাঙ্গলিক যোগের ভালো এবং মন্দ দুটি দিকই আছে যা নিয়ে পরে এক সময় বিস্তারিত আলোচনা করবো।
পুরান এবং নবগ্রহ নিয়ে ধারাবাহিক এই
অনুষ্ঠানে আগামী পর্বে আলোচনা করবো বুধ
নিয়ে।পড়তে থাকুন।
ভালো থাকুন। ধন্যবাদ।