পুরান এবং নব গ্রহ – বৃহস্পতি

15

পুরান এবং নব গ্রহ – বৃহস্পতি

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

জ্যোতিষ শাস্ত্রে বা সৌর জগতে বৃহস্পতি যেমন একটি গ্রহ আবার বেদে এবং পুরানে তিনি একজন দেবতা তার পাশাপাশি তিনি আবার দেব গুরু, অর্থাৎ দেবতাদের গুরু|সব মিলিয়ে শাস্ত্রে বৃহস্পতি বেশ বর্ণময় এবং গুরুত্বপূর্ণ একটা চরিত্র।আজকের পর্বে আপনাদের সাথে
পরিচয় করিয়ে দেবো নবগ্রহ পরিবারে অন্যতম এবং বৃহত্তম সদস্য বৃহস্পতির।

বৃহস্পতি মুলত বৈদিক যুগের একজন ঋষি যিনি দেবতাদের পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হয়েছিলেন।স্কন্দ পুরান অনুসারে প্রভাস তীর্থে গিয়ে বৃহস্পতি ভগবান শিবের কঠোর তপস্যা করেন এবং তার প্রতি সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাকে দেবগুরু পদ প্রদান করেন|

জন্ম বৃত্তান্ত অনুসারে বৃহস্পতির মাতা শ্রদ্ধা , শ্রদ্ধা কর্দম ঋষির তৃতীয় কন্যা ।তার বিবাহ অঙ্গিরা ঋষি সাথে হয়েছিল|অর্থাৎ বৃস্পতি শ্রদ্ধা ও অঙ্গীরা ঋষির পুত্র|আবার ঋগবেদে বলা হয়েছে,পৃথিবীর প্রথম উজ্জ্বল ও পবিত্র মহাআলোক থেকে বৃহস্পতির জন্ম যিনি সকল আঁধার দূরীভূত করেন|বৃহস্পতির স্ত্রী তারা |তারা ও চন্দ্রের প্রেম কাহিনী ও বুধের জন্মের বৃত্তান্ত আমি আগের পর্বে বলেছি তাই আজ আর বিস্তারিত আলোচনায় যাচ্ছিনা|এক কথায় বুধ ও বৃহস্পতির পিতা পুত্রের সম্পর্ক|

প্রাচীন ভারতীয় বৈদিক গ্রন্থ মতে তিনি হলেন বাগ্মিতার দেবতা আবার কোথাও তার সম্পর্কে বলা হয়েছে যে তিনি অগ্নি দেবের অবতার এবং অগ্নি দেবের সমতুল্য তার তেজ ও প্রভাব| বৃহস্পতির দেব মূর্তি পদ্মে আসীন এবং চতুর্ভুজ তার হাতে থাকে দন্ড এবং জপমালা,তার শরীর হলুদ বর্নের|আমাদের হিন্দু ক্যালেন্ডারের বৃহস্পতিবার দেব গুরু বৃহস্পতির নামে উৎসর্গকৃত|বৃহস্পতির প্রতিকার হিসেবে প্রধান রত্ন পোখরাজ নির্ধারিত হয়েছে|বৃহস্পতি ধনু ও মীন রাশির অধিপতি|

জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতি নিঃসন্দেহে একটি শুভ গ্রহ|বৃহস্পতি সন্তান লাভের কারক গ্রহ, উচ্ছ শিক্ষার কারক গ্রহ|বৃহস্পতি প্রভাবিত করে জাতক জাতিকার বিবাহিত জীবনকে|এছাড়াও মেধা, পান্ডিত্য, আধ্যাত্মিকতা, উদ্দম, বাগ্মীকতা নির্ধারিত হয় বৃহস্পতির অবস্থানের উপর নির্ভর করে। বৃহস্পতি অশুভ থাকলে জাতককে বা জাতিকাকে গোটা জীবন সংঘর্ষ করতে হয়|উচ্চ শিক্ষায়, এবং জীবনের সার্বিক উন্নতিতে বাঁধা আসে|আত্মবিশ্বাসের অভাব দেখা যায়|বৃহস্পতি চন্দ্রের সাথে মিলিত হয়ে যেমন গজ কেশরীর মতো শুভ যোগ সৃষ্টি করে তেমনই রাহুর মত পাপ গ্রহের সাথে মিলিত হয়ে সৃষ্টি করে গুরু চণ্ডাল দোষ|বৃহস্পতি ও শনির সংযোগে সৃষ্টি হয় গুরু শনি দোষ|সহজ ভাষায় বলতে গেলে জাতক জাতিকার জন্ম ছকে বৃহস্পতি শুভ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ|

আগামী দিনে নব গ্রহের আরো একটি গুরুত্বপূর্ণ গ্রহকে নিয়ে আলোচনা করবো। পড়তে থাকুন।
ভালো থাকুন। ধন্যবাদ।