শিব ও বারোটি রাশি

134

শাস্ত্র মতে হোম যজ্ঞ ও বিশেষ পূজা পাঠের মাধ্যমে গ্রহ দোষ খণ্ডনের ক্ষেত্রে শ্রাবন মাসে অতি উত্তম সময়|আবার রাশি সাপেক্ষেও দেবাদিদেবমহাদেবের সাথে জ্যোতিষ শাস্ত্রের সম্পর্ক রয়েছে|আজকের পর্বে আসুন জেনে নিই কোন রাশির জাতক জাতিকারা শ্রাবন মাসে মহাদেবকে সন্তুষ্ট করে কি পাবেন।মেষ রাশির জাতক-জাতিকারা মহাদেবের উপাসনার ফলে আয় ব্যয়ের ভারসাম্য রক্ষা করতে সক্ষম হবেন। শরীরে কোনও অসুস্থতা থাকলে তা খুব দ্রুত দূর হবে।বৃষ রাশির জাতক যদি শিবের উপাসনা করে, তা হলে সকল কাজে বিনা বাধায় এগিয়ে যেতে সক্ষম হবে। কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবে। শরীর খুব ভাল থাকবে এবং বন্ধু ও পরিবারের মানুষদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে।মহাদেবের কৃপায় মিথুন রাশির আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে। প্রতিযোগিতামূলক কাজেও অগ্রগতি লক্ষ্য করা যাবে। শারীরিক অসুস্থতার দিকে বেশ কিছুটা উন্নতি হবে।মহাদেবের কৃপায় কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেম এবং দাম্পত্য জীবনের সব বাধা কেটে যাবে।মহাদেবের উপাসনা করলে সিংহ রাশির শরীর স্বাস্থ্য ভাল যাবে। কর্মে উন্নতি লক্ষ্য করা যাবে এবং প্রেমের সম্পর্ক আরও গভীর হবে।যাদের কন্যা রাশি আপনাদের শ্রাবন মাসে মহাদেবের পুজো করা উচিত এবং শিবলিঙ্গে জল ঢালা উচিত। এর সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে। এর ফলে তাঁদের ভাগ্য আরও উজ্জ্বল হবে এবং জীবনে অনেক উন্নতি সম্ভব হবে।তুলা রাশি মহাদেবের পুজো করলে উচ্চ শিক্ষা লাভ হবে ও কর্মের বাঁধা দূর বৃশ্চিক রাশির জাতক অবশ্যই শিবের উপাসনা করুন। এতে শারীরিক উন্নতির সঙ্গে দাম্পত্য জীবন ও কর্মেও উন্নতি লক্ষ্য করা যাবে।যাদের ধনু রাশি তারা মহাদেবের পুজো করলে শত্রুতা থেকে মুক্তি লাভ করবেন।মকর রাশির অধিপতি হলেন শনি। মহাদেবের পুজো করলে শনি তুষ্ট থাকেন। মহাদেবের আশীর্বাদধন্য হওয়ায় মকর রাশির জাতকরা জীবনের অনেক সংকট সহজে পেরিয়ে আসতে পারেন।কুম্ভ কুম্ভ রাশির জাতকদেরও অধিপতি হলেন শনি। মহাদেবের কৃপায় এরা সমাজে মান-সম্মান, খ্যাতি ও প্রতিপত্তি লাভ করেন। কুম্ভ রাশির জাতকরা খারাপ সময় কাটিয়ে উঠতে প্রতিদিন ‘ওম নমঃ শিবায়’ মন্ত্র জপ করুন।মীন রাশির জাতক-জাতিকারা মহাদেবের উপাসনার ফলে আয় ব্যয়ের ভারসাম্য রক্ষা করতে সক্ষম হবেন। শরীরে কোনও অসুস্থতা থাকলে তা খুব দ্রুত দূর হবে।উল্লেখিত রাশিগুলিরা পাশাপাশি যেকোনো রাশির জাতক রা শ্রাবন মাসে দেবাদিদেব মহাদেবের পূজা করে তাকে সন্তুষ্ট করতে পারেন বিশেষ করে যাদের অশুভ গ্রহ দোষ রয়েছে তারা শ্রাবন মাসে শাস্ত্র মতে গ্রহদোষ খণ্ডন করান।ফিরে আসবো পরের পর্বে। শিব বিষয়ে আরো অনেক শাস্ত্রীয় আলোচনা বাকি আছে।পড়তে থাকুন।ভালো থাকুন। ধন্যবাদ।