কোন ফুলে শিব পুজো করলে কি লাভ হবে

241

মহাদেবের আশীর্বাদ পেতে শ্রাবন মাসে শিবের আরাধনা করতে ভুলবেন না শ্রাবন মাসে অতি সহজেই দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করা যায় এবং শিবকৃপা লাভ করে জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। শ্রাবন মাসে খুব সহজেই শিবের প্ৰিয় ফুল অর্পণ করে তাকে সন্তুষ্ট করা যায়|আসুন আজ জেনে নিই কোন ফুল অর্পণ করলে কি ফল লাভ করবেন।

ধূতরা ফুল ও বেলপাতা মহাদেবের অত্যন্ত পছন্দের।ধুতরা ফুল অর্পন করলে মানসিক অবসাদ দূর হয় এবং ভালো কর্ম প্রাপ্তি হয়।
অপরাজিতা ফুল শিবের পছন্দের এবং এই
ফুল মহাদেবের অপার সহ্য শক্তির প্রতীক এই ফুল শিব পুজোয় ব্যবহৃত হয়।আপনারাও অপরাজিতা ফুল মহাদেবের পুজোয় ব্যাবহার করুন এতে অর্থ কষ্ট এবং পারিবারিক বিবাদ
দূর হয়।

শাস্ত্র মতে চাঁপা ফুলের গন্ধ আশীর্বাদ ও শুভকামনা বয়ে আনে। মন ভালো করে দেওয়া গন্ধের চাঁপা ফুল শিবের পায়ে উত্‍সর্গ করুন ।গোপন শত্রুতা থেকে সুরক্ষিত থাকবেন।

আকন্দ ফুলের মালা শিব লিঙ্গে অর্পণ করুন মহাদেবে সন্তুষ্ট হবেন এবং দ্রুত আপনার সব মনোস্কামনা পূর্ণ করবেন।

শাস্ত্র মতে কল্কে ফুলের গাঢ় হলুদ রং ত্যাগের প্রতীক। দেবাদিদেব মহাদেব নিজেও ত্যাগ ও তিতিক্ষার প্রতীক। তাই কল্কে ফুল দিয়ে শিবপুজো করা হয়ে থাকে|শ্রাবন মাসে শিবের পুজোয় কল্কে ফুল রাখুন দাম্পত্য জীবন সুখের হবে।

ছোট্ট ছোট্ট জুঁই ফুলের অপূর্ব মিষ্টি সুবাস মহাদেবকে উত্‍সর্গ করা হয়ে থাকে।
দেবাদিদেবের অত্যন্ত পছন্দের এই ফুল|মহাদেবের উদ্দেশ্যে জুঁই ফুল নিবেদন করুন।
সম্পদ ও ঐশর্যর অধিকারী হবেন।

আশাকরি আজকের পর্বের এই তথ্য আপনাদের ভালো লাগবে|শ্রাবন মাসে এমন আরো গুরুত্বপূর্ণ তথ্য পাবেন।পড়তে থাকুন।
ভালো থাকুন। ধন্যবাদ।