​শিব লিঙ্গে কী কী অর্পণ করবেন না

172

এই পবিত্র শ্রাবন মাসে শিব পুজো বা শাস্ত্র মতে নানা বিধ উপাদান দিয়ে শিবলিঙ্গের বিশেষ অভিষেক করলে নানা রকম প্রাপ্তি হয়। কিন্তু এমন বহু উপাদান আছে যা শিব লিঙ্গে নিবেদন করলে ভালোর পরিবর্তে খারাপ হয়। আসুন জেনে নিই শাস্ত্র নিই কোন কোন সামগ্রী শিব লিঙ্গে অর্পণ করবেন না এবং শিব পুজোয় কোন জিনিস গুলি ব্যাবহার করবেন না।শিবের মাথায় জল ঢালার সময় তামা বা পিতলের পাত্র ব্যবহার করতে হবে। স্টিল বা লোহার পাত্র ব্যবহার করা যাবে না।তুলসী বৈষ্ণব দের কাছে অত্যান্ত পবিত্র কিন্তু তুলসী পাতা শিবের পুজোয় ব্যবহার করা যাবে না বা শিব লিঙ্গে তুলসী অর্পণ করা যাবেনা।শঙ্খ দ্বারা শিব লিঙ্গের অভিষেক বা শিব পুজোয় শঙ্খের ব্যবহার না করাই ভাল। শিব লিঙ্গে শঙ্খ অর্পণ করা থেকেও বিরত থাকুন।সাদা রঙের সব ফুলই শিব পছন্দ করেন, তবে সাদা চম্পা বা কেতকী এই দু’টি ফুল শিবকে অর্পণ করবেন না।এই দুটি ফুল শিব পুজোয় নিষিদ্ধ।দুধ দিয়ে শিব লিঙ্গের অভিষেক করলে মনোস্কামনা পূর্ণ হয় কিন্তু গরুর খাঁটি দুধ ব্যবহার করতে হবে।প্যাকেট দুধ ব্যবহার না করাই শ্রেয়।বিভিন্ন দেব দেবীর পুজোয় আপনারা নারকেল ব্যবহার করে থাকেন কিন্তু এই নারকেল শিব পুজোয় ব্যবহার করা যাবে না।বজরংবলীকে সিঁদুর নিবেদন করার রীতি আছে। বিভিন্ন দেবীর পুজোতেও সিঁদুর ব্যবহার হয়তবে সিঁদুর কোনও ভাবেই শিব পুজোয় দেবেন না।এতে অমঙ্গল হয়।তিল মহাদেবের পুজোয় ব্যবহার করা যাবে না।তাই শিব লিঙ্গে তিল অর্পন করা থেকে বিরত থাকুন।এই শ্রাবন মাস শিব কৃপা লাভ করার জন্য শ্রেষ্ঠ সময় তাই শ্রাবন মাস জুড়ে থাকবে এমনই সব শিব সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখা লেখি ।পড়তে থাকুন।ভালো থাকুন। ধন্যবাদ।