শ্রাবন মাসে রাশি অনুসারে কে কি ভোগ নিবেদন করবেন?

227

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

যদিও শিব ভক্তরা সারা বছরই শিব পুজো করেন।দেবাদিদেব ও তার প্রকৃত ভক্তদের সর্বদা কৃপা করেন তবুও শ্রাবন মাস বিশেষ শিব কৃপা লাভ পাওয়ার জন্য কারন শ্রাবন মাস শিবের মাস। এই শ্রাবন মাসে কিছু সহজ সরল শাস্ত্রীয় উপাচার যেনম বিশেষ ভাবে কার্যকরী হয়ে ওঠে তেমনই যদি কেউ নিজের রাশি অনুসারে মহাদেবকে ভোগনিবেদন করে তার জীবন থেকে সব দুঃখ কষ্টদূর হয়। আসুন আজ জেনে নিই রাশি অনুসারে আপনি কোন ভোগ দিয়ে শিব পুজো করবেন।মেষ রাশির অধিপতি মঙ্গল। শ্রাবণ মাসে এই রাশির জাতকরা শিবকে কালো আঙুর, কিশমিশ এবং মিশ্রী অর্পণ করতে পারেন সাথে যেকোনো লাল রঙের মিষ্টিও নিবেদন করুন।এতে আপনার দারিদ্রতা দূর হবে শিবের আশীর্বাদ লাভের জন্য বৃষ রাশির জাতকদের কাজু বাদাম এবং হলুদ মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করুন । শ্রাবণ মাসে এই উপায় করলে শিব প্রসন্ন হবেন এবং বৃষ রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন।বুধ  মিথুন রাশির অধিপতি। জ্যোতিষ মতে শ্রাবন মাসে আপনারা দুধ, সবুজ বেলপাতা এবং পেস্তা অর্পণ করলে আপনাদের সবদিক দিয়ে কল্যান হবে।চন্দ্র এই কর্কট রাশির অধিপতি এই রাশির তত্ত্ব জল আবার শিব নিজের মস্তকে চন্দ্র ধারণ করে থাকেন। শ্রাবণ মাসে কর্কট জাতকরা যদিশিবকে মাখন এবং গঙ্গা জল নিবেদন করেন আপনাদের সব বাঁধা বিপত্তি দূর হবে।গ্রহের রাজা সূর্য সিংহ রাশির অধিপতি। সিংহ রাশির জাতকরা শ্রাবণ মাসে লাল চন্দন নিবেদন করুন এবং মধু ভোগ হিসেবে নিবেদন করুন। আপনাদের শান্তি এবং সমৃদ্ধি লাভ হবে।বুধ কন্যা রাশির অধিপতি আপনারা সবুজআঙ্গুর এবং যেকোনো সবুজ মিষ্টি ভোগ হিসেবে অর্পণ করতে পারেন মহাদেবকে।শিব কৃপা লাভকরবেন।সুখ এবং সৌভাগ্যের কারক গ্রহ শুক্র তুলা রাশির অধিপতি। আপনারা নারকেল ও মিশ্রী অর্পণ করলে সৌভাগ্য বৃদ্ধি হবে।বৃশ্চিক রাশি মঙ্গলের সাহস ও পরাক্রমের কারক গ্রহ যাদের এই রাশি তারা আখরোটের ভোগ নিবেদন করতে পারেন।এতে আত্ম বিশ্বাস বাড়বে এবং জীবন যুদ্ধে জয় নিশ্চিত হবে।বৃহস্পতি ধনু রাশির অধিপতি। শ্রাবণ মাসের যে কোনও সোমবার শিবকে জাফরান ও খেজুরের ভোগ নিবেদন করলে শিব কৃপায় সব বিপদ জীবন থেকে দূর হবে।মকর রাশি গ্রহ রাজ শনির রাশি। যাদের মকর রাশি তারা শিবকে ডুমুর নিবেদন করুন এবং অপরাজিতা ফুল অর্পণ করুন শিব প্রসন্ন হবেন। পাশাপাশি শনিও গ্রহ ও শান্ত থাকবেন।জ্যোতিষ শাস্ত্র মতে মকরের মতো শনি কুম্ভ রাশিরও অধিপতি। জ্যোতিষ মতে কুম্ভ রাশির জাতকরা শ্রাবণ মাসে সুপুড়ি ও আখের রস নিবেদন করলে দ্রুত মনোস্কামনা পূর্ণ হবে।দেবগুরু বৃহস্পতি মীন রাশির অধিপতি। শ্রাবণ মাসের যে কোনও সোমবার মীন রাশির জাতক জাতিকারা শিব লিঙ্গে জাফরান নিবেদন করুন।আপনাদের সংসার সুখের হবে।শ্রাবন মাস জুড়ে থাকবে শিব নিয়ে নানা তথ্য। পৌরাণিক ঘটনার এবং এমন সব কার্যকরী শাস্ত্রীয় টোটকা। পড়তে থাকুন। ভালো থাকুন। ধন্যবাদ।