আর কিছুদিন পরেই কৌশিকী অমাবস্যা|বছরের যত গুলো অমাবস্যা পালন করা হয়ে থাকে তার মধ্যে কৌশিকী অমাবস্যা একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ তিথি|আধ্যাত্মিক দৃষ্টি ভঙ্গী থেকে এবং তন্ত্র সাধনার প্রেক্ষাপটে কৌশিকী অমাবস্যার তাৎপর্য অপরিসীম|ইংরেজি ক্যালেন্ডার মতে চলতি মাসের 26 তারিখ পড়েছে এবছরের কৌশিকী অমাবস্যা|আজকের এই বিশেষ পর্বে আসুন জেনে নিই কি এই কৌশিকী অমাবস্যা|কি তার তাৎপর্য|কিএই কৌশিকী অমাবস্যর পৌরাণিক এবং ধর্মীয় ব্যাখ্যা এবং শাস্ত্রে দেবী কৌশিকী সম্পর্কে কি ব্যাখ্যা আছে|শ্রীশ্রীচণ্ডীতে উল্লেখ আছে বলা আছে, পুরাকালে একবার শুম্ভ ও নিশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে তিনি তাঁদের বর দেন, কোনও পুরুষ তাঁদের বধ করতে পারবেন না৷ শুধু কোনও অ-যোনি সম্ভূত নারী তাঁদের বধ করতে পারবেন। অর্থাৎ এমন এক নারী, যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি, তাঁর হাতেই এই দুই অসুর ভাই-এর মৃত্যু হবে|অন্যদিকে পূর্ব জন্মে পার্বতী যখন সতী রূপে দক্ষ যজ্ঞ স্থলে আত্মাহুতি দেন, তার কারণে এই জন্মে ওঁর গাত্র বর্ণ কালো মেঘের মতো। তাই ভোলানাথ তাঁকে কালিকা ডাকতেন। একদিন দানব ভাইদের দ্বারা পীড়িত ক্লান্ত দেবতারা যখন কৈলাশে আশ্রয় নিলেন, শিব সব দেবতাদের সামনেই পার্বতীকে বললেন, “কালিকা তুমি ওদের উদ্ধার করো।” সবার সামনে ‘কালী’ বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ, অপমানিত ও ক্রোধিত মনে মানস সরোবরের ধারে কঠিন তপস্যা করলেন।তপস্যান্তে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করলেন ও পূর্ণিমার চাঁদের মতো গাত্র বর্ণ ধারণ করলেন।দেবীর দেহ হতে নির্গত ওই কালো কোশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয়। সেই দেবী হলেন দেবী কৌশিকী|এই কৌশিকী অমাবস্যার তিথিতেই দেবীর উৎপত্তি হয় এবং তিনি শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন।তাই দেবীর নাম অনুসারে এই অমাবস্যার নাম কৌশিকীঅমাবস্যা|পুরান গুলিতেও দেবী কৌশিকী সম্পর্কে ও তার আবির্ভাব তিথি নিয়ে বিস্তৃত আলোচনা আছে|মৎস পূরাণ ও মার্কন্ডেয় পূরাণে বলা হয়,অত্যাচারি অসুর দ্বয় শুম্ভ ও নিশুম্ভকে বধ করতে দেবী পার্বতী সাধনা শুরু করেন। তপস্যার পর, নিজের শ্বেতশুভ্র গায়ের রঙ পরিত্যাগ করে ,উজ্জ্বল কালো বর্ণে ভয়াল রূপ ধারণ করেন দেবী। সেই রূপে দেবী পার্বতী হয়ে ওঠেন ‘কৌশিকী’। আর এই কৌশিকী অমাবস্যার এক বিশেষ কালক্ষণে দেবী বধ করেন শুম্ভ ও নিশুম্ভ নামের দুই অসুরকে। সেই কালক্ষণকে স্মরণ করেই অনুষ্ঠিত হয় কৌশিকী অমাবস্যার পূজা।আপনাদের জানিয়ে রাখি কৌশিকী অমাবস্যা তিথিতে এবছর আপনাদের মা হৃদয়েস্বরীর মন্দিরে বিশেষ পুজো ও হোম যজ্ঞ অনুষ্ঠিত হবে|আগামী পর্ব গুলিতে আবার কৌশিকী অমাবস্যা নিয়ে বলবো|পড়তে থাকুন|ধন্যবাদ|