সর্বমঙ্গলা মন্দির ও রাজা বিক্রমাদিত্য

534

আজ আপনাদের এক প্রাচীন সর্বমঙ্গলা মন্দিরের কথা বলবো যে মন্দির ও দেবীর সাথে যুক্ত হয়ে আছে কিংবদন্তী রাজা বিক্রমাদিত্য ও বেতালের নাম|প্রাচীন এই সর্বমঙ্গলা মায়ের মন্দির অবস্থিত পশ্চিমবঙ্গের গড়বেতায়|গড়বেতা জঙ্গলাকীর্ণ এবং অনার্য উপজাতিদের বাসভূমি ছিল। শিকারই ছিল তাদের প্রধান উপজীবিকা। শিকার করতে যাওয়ার আগে তারা এক বনদেবীর পুজো করত। এই বনদেবী পরবর্তীকালে এখানকার অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা নামে প্রতিষ্ঠা লাভ করেন। শোনা জায় মহারাজ একবার রাজা বিক্রমাদিত্য সর্বমঙ্গলা মায়ের সামনে তপস্যায় বসেন। তাঁর তপস্যায় মুগ্ধ হয়ে দেবী তাঁকে অলৌকিক ক্ষমতার অধিকারী করে দেন।নিজের অলৌকিক ক্ষমতা পরখ করতে রাজা বিক্রমাদিত্য তার অনুগত বেতালকে নির্দেশ দেন মন্দিরের মুখ দক্ষিণ থেকে উত্তরে করতে। সঙ্গে সঙ্গে বেতাল মন্দিরের মুখ পরিবর্তন করে দেন।আজও মন্দির সেই ভাবেই অবস্থান করছে|পরবর্তীতে রাজা গজপতি সিংহ প্রাচীন মন্দিরটি সংস্কার করে বিগ্রহ নব রূপে প্রতিষ্ঠা করেন।মন্দির স্থাপত্যশৈলীর নিরিখে এই মন্দিরটি পীর দেউল পর্যায়ে পড়ে অর্থাৎ ওপরদিকে ধাপে ধাপে ক্রমহ্রাসমান এবং সেখানে আকারে ছাদ বিশিষ্ট মন্দির রয়েছে|এই মন্দিরের বিশেষত্ব হলো সাধারণত হিন্দু দেবদেবীর মন্দিরের মুখ হয় দক্ষিণে। তবে সর্বমঙ্গলা মন্দিরের মুখ উত্তর দিকে|গড়বেতার এই মন্দিরটি ভারতের একমাত্র উত্তরমুখী মন্দির|সর্বমঙ্গলা মন্দিরের পাশাপাশি এই তীর্থ স্থানে রয়েছে ১২টি শিবের মন্দিরও।সব মিলিয়েবহু কিংবদন্তী, ইতিহাস ও প্রাচীন জশ্রুতিতে ভরপুর এই তীর্থক্ষেত্র|আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে আগামী কাল আমার নতুন গৃহ মন্দিরে হৃদয়েশ্বরী সর্ব মঙ্গলা মায়ের মন্দির নব রূপে আত্ম প্রকাশ করবে|আজ অবধি অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন এই মায়ের মন্দিরে গ্রহ দোষ খণ্ডন করিয়ে,অনেকের জীবনের অনেক বাঁধা বিপত্তি দূর হয়ে জীবনে সাফল্য, সুখ ও সমৃদ্ধি এসেছে, অনেকেই এর কৃতিত্ব আমাকে দেন , তবে আমি বলি আমি নিমিত্ত মাত্র, এই মন্দিরের সাথে যুক্ত হওয়া ও এই আধ্যাত্মিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা সবটাই মা হৃদয়েশ্বরীরে ইচ্ছে, আপনারা আসুন , যুক্ত হন, নিজের যেকোনো সমস্যা মাকে জানান, অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন, মায়ের কৃপা লাভ করেছেন, আপনারাও পারবেন মনে ইচ্ছা ও ভক্তি থাকলেই হবে|চলতে থাকবে সর্ব মঙ্গলা মায়ের মন্দির ও পুজো প্রসঙ্গে আলোচনা পাশাপাশি কৌশিকী অমাবস্যা নিয়ে বলবো আগামী পর্ব গুলিতে|পড়তে থাকুন|ভালো থাকুন|ধন্যবাদ|