পুরান কথা – লর্ড আয়াপ্পা

357

আপনারা জানেনা শিবের দুই ছেলে কার্তিক আর গণেশ কিন্তু অনেকেই হয়তো জানেন না মহাদেবের কিন্তু আরও এক পুত্রসন্তান রয়েছে, তিনি আয়াপ্পা, দক্ষিণ ভারতে অত্যন্ত জনপ্রিয়| বাবার মতোই তিনিও মহাগুণের অধিকারী|কার্তিক, গণেশের পরই শিবের পুত্রসন্তান হিসাবে মনে করা হয় আয়াপ্পাকে আজকের পুরান কথায় বলবো এই দেবতা আয়াপ্পার কথা|কথিত আছে, ভষ্মাসুরের হাত থেকে মহাদেবকে রক্ষা করতেই বিষ্ণু মোহিনীরূপ ধারণ করেন পরবর্তীতে এই মোহিনী অবতার ও শিবের মিলনের ফলে জন্মান আয়াপ্পা|ব্রহ্মাণ্ডপুরাণে দেবর্ষি নারদ শিবকে বিষ্ণুর মোহিনী রূপ সম্পর্কে বলেন যার দ্বারা তিনি অসুরদের সাথে ছলনা করেছেন। শিব এই কথা অবিশ্বাস করেন। শিব এবং তার স্ত্রী পার্বতী বিষ্ণুলোকে গমন করেন। শিব বিষ্ণুকে পুনরায় তার মোহিনী রূপ গ্রহণ করতে বলেন, যাতে শিব নিজে বিষ্ণুর এই রূপান্তরকে দেখতে পারেন। বিষ্ণু হাসেন, এবং তিনি পুনরায় ধ্যান করে মনোমুগ্ধকর মোহিনীরূপ লাভ করেন।মোহিনী রূপ দেখে শিব মুগ্ধ হন ও মোহিনীকে জীবন সঙ্গিনী রূপে পেতে ইচ্ছে প্রকাশ করে বসেন এবং ভক্ত ও ভগবানের এই লীলায় এক শিশুর জন্ম হয়|পরে মোহিনী অদৃশ্য হয়ে যান, এবং শিব পার্বতীকে নিয়ে নিজ বাসভূম কৈলাসে ফিরে আসেন|এই শিশুই পরবর্তীতে দক্ষিণ ভারতে আয়াপ্পা হিসেবে পূজিতা হন|এই ঘটনার অনেক রকম ব্যাখ্যা দেয়া হয়। অনেকে একে “লীলা” হিসেবে দেখেন এবং বলেন যে পরবর্তীতে শক্তিশালী অসুরদের বধ করার নিমিত্তে এই প্রক্রিয়ায় আয়াপ্পার জন্ম দেয়া হয়|বর্তমানে দক্ষিণ ভারতের সবরি মালা মন্দিরে বিরাজমান আয়াপ্পার কাছে মহিলাদের প্রবেশ অধিকার না থাকায় বিতর্কও হয়েছেন আইনি লড়াই ও হয়েছে তবে মহিলাদের লর্ড আয়াপ্পার তেজ থেকে রক্ষা করতে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছিলো প্রাচীন কালে এর সাথে তাদের অশ্রদ্ধা ও অসম্মানের কোনো সম্পর্ক নেই|আবার পরের পর্বে এমনই কোনো পুরান কথা নিয়ে আসবো আপনাদের সামনে|পড়তে থাকুন|ভালো থাকুন|ধন্যবাদ|