সনাতন ধর্মে ভগবান একজনই তিনি স্বয়ং বিষ্ণু তবে দেবতা অনেক আবার এই দেবতাদের মধ্যে সর্ব প্রথম গণেশের পুজোর রীতি প্রচলিত রয়েছে সেই পুরাকাল থেকে, তার পুজোর পর হয় অন্য সব পুজো|কিন্তু কেনো? আজ পুরান রহস্যর এই পর্বে সেই কথাই বলবো এবং জানাবো এক পৌরাণিক ঘটনা যেখান থেকে এই রীতির সূত্রপাত|দেবলোকে কোন দেবতা শ্রেষ্ট এবং কার পূজা প্রথম হয়ে দরকার এই বিতর্ক ছিলো বহু প্রাচীন এবং কিছুতেই নিষ্পত্তি হচ্ছিল না, শেষে ঠিক হল, যে দেবতা ত্রিলোক পরিক্রমা করে এই স্থানে প্রথমে পৌঁছবেন, তিনিই শ্রেষ্ঠ এবং তাঁর পুজো প্রথম করা হবে।যেমন ভাবা তেমন কাজ|শুরু হলো প্রতিযোগিতা, অংশ নিলেন সব দেবতারা|ব্যাপক উৎসাহ নিয়ে দেবতাগণ নিজ নিজ বাহনে চড়ে ত্রিলোক পরিক্রমা করতে চলে গেলেন।কিন্তু বুদ্ধিমান গণেশ সেই পথে গেলেননা তিনি তার পিতা মাতা অর্থাৎ শিব ও পার্বতীকে পরিক্রমা করলেন কারন পিতা মাতা তার সন্তানের জন্য ত্রিভুবন সমতুল্য|ত্রিলোকের সকল সুখ সম্পদ মাতা-পিতার চরণে বিরাজমান। মাতা-পিতার চরণের সেবাই সর্বোত্তম। যুক্তিতে জিতে গেলেন গণেশ, সব দেবতারা উপায় না দেখে গণেশদেবের কাছে পরাজয় স্বীকার করে নিলেন|সেই থেকে শুরু হয় সবার প্রথমে গণেশ দেবের পুজোর প্রচলন|আজও চলছে সেই রীতি|ফিরে আসবো পুরান রহস্য নিয়ে আগামী পর্বে, সঙ্গে থাকুন, পড়তে থাকুন এবং যেকোনো জ্যোতিষ সংক্রান্ত সমস্যা নিয়ে নির্দ্বিধায় যোগাযোগ করুন উল্লেখিত নাম্বারে ও সরাসরি কথা বলুন আমার সাথে|ভালো থাকুন|ধন্যবাদ|