মন্দির রহস্য – যমেশ্বর শিব মন্দির

406

বহুদিন পর আজ আবার একটি প্রাচীন শিব মন্দিরের কথা বলবো যা অবস্থিত আমাদের পার্শবর্তী রাজ্য উড়িষ্যায়|মন্দিরের নাম যমেশ্বর শিব মন্দির|কেনো এই অদ্ভুত নাম সেই প্রসঙ্গে পরে আসছি আগে মন্দিরের স্থাপত্য ও নির্মাণের ইতিহাস নিয়ে কিছু কথা বলে নিই|আনুমানিক আজ থেকে প্রায় ৭০০-৬০০ বছর পূর্বে মন্দির টি নির্মিত হয়েছিলো এবং নির্মাণ করেছিলেন সেই সময়ের পূর্ব গঙ্গা রাজবংশের রাজারা|সুপ্রাচীন যমেশ্বর মন্দিরটিতে প্রাচীন দেউল স্থাপত্য লক্ষ্য করা যায়।সম্পূর্ণ মন্দিরটি বেলে পাথরে নির্মিত|যদিও কালের নিয়মে মন্দিরের অনেক অংশ প্রাকৃতিক দুর্যোগ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তবুও প্রাচীন এই শিব মন্দির আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে সমহিমায়|কথিত আছে কথিত আছে এই মন্দিরে যমের দ্বারা শিবের পূজা হয়ে থাকেন তাই মন্দিরের নাম যমেশ্বর শিব মন্দির|আপাতত এই শিব মন্দির নিয়ে আলোচনা এখানেই শেষ করছি আগামী পর্বে অন্য কোনো প্রাচীন মন্দিরের কথা নিয়ে ফিরে আসবো|যারা জ্যোতিষ বিষয়ে কথা বলতে অনলাইন বা চেম্বারে দেখা করতে চান অনুগ্রহ করে কমেন্ট বা ইনবক্সে ম্যাসেজ না করে ফোন করুন উল্লেখিত নাম্বারে|ভালো থাকুন|ধন্যবাদ|