ছট পুজোর শুভেচ্ছা

610

ছুটি শেষে আবার কর্ম ব্যাস্ত জীবনে প্রত্যাবর্তন ঘটেছে, আবার নিয়মিত টিভির অনুষ্ঠান, ইউটিউব এর অনুষ্ঠান ও ক্লাইন্ট দেখা, তবে আজ ছট পুজো, তাই ছট পুজো নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ উপাচার আপনাদের সামনে উপস্থাপন করবো|ধন, বৈভব, যশের কামনা করে থাকলে ছট পুজোর দিন প্রত্যক্ষ দেবতা সূর্যের সাধনা করতে ভুলবেন না। এদিন, বিধি অনুযায়ী পুজো ও উপোস করলে সমস্ত বাধা দূর হয় ও সরকারি চাকরি ও ব্যবসায় সাফল্য হাতে আসে।আজকের দিনে স্নান করে সূর্যকে জলের অর্ঘ্য দেওয়া উচিত। রোজ এই অর্ঘ্য দেওয়া যেতে পারে। ধর্মীয় ধ্যান-ধারণা অনুযায়ী, নিয়মিত জলের অর্ঘ্য দিলে সূর্য দেব খুশি হন।ছট পুজোর দিন সূর্য উপাসনায় মন্ত্র জপ করলে মনোকামনা শীঘ্র পুরো হয়। সুখ-সমৃদ্ধি, উন্নত স্বাস্থ্য ও সরকারি চাকরির জন্য সূর্যের মন্ত্র উপযোগী।এই মন্ত্রটি হলো এহি সূর্য সহস্ত্রাংশো তেজোরাশো জগত্পতে।অনুকম্পয় মাঁ ভক্ত্যা গৃহণাধ্য্র দিবাকর।।ওম ঘৃণি সূর্যায় নমঃ।।ওম এহি সূর্য সহস্ত্রাংশো তেজোরাশো জগত্পতেয় অনুকম্পয়েমাং ভক্ত্যায় গৃহাণার্ধয় দিবাকররু।।ওম হৃীং ঘৃণিঃ সূর্য আদিত্যঃ ক্লীং ওম।।সূর্যকে প্রসন্ন করার জন্য ছট পুজোর দিন গুড় দান করা উচিত। এদিন দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। ব্যক্তি নিজের ইচ্ছানুযায়ী দান করতে পারেন।কমলা সূর্যের রং। রবিবারের দিন তাই এই রঙের কাপড় পড়া উচিত|আপনাদের সবাইকে জানাই ছট পুজোর শুভেচ্ছা, ভালো থাকুন|ধন্যবাদ|