নব দূর্গা – ষষ্ঠ রূপ

903

নবরাত্রির আজ ষষ্ঠ দিন|ষষ্ট রূপে নানাবিধ অস্ত্র সম্বলিত হয়ে মা কাত্যায়নী রূপে ধরা দেন| ষষ্ঠীতে এই রূপের আরাধনা হয়|বৈদিক যুগে কাত্যায়ন নামে এক ঋষি ছিলেন|কাত্যায়নের ইচ্ছে হয় একটি কন্যসন্তান লাভের | দেবী পার্বতীর তপস্যা করে তিনি অভীষ্ট পূর্ণ করেন |তার স্তবে তুষ্ট হয়ে স্বয়ং দেবী পার্বতী জন্ম নেন মহাঋষি কাত্যায়নের কন্য রূপে | তখন তার নাম হয় কাত্যায়নী|বামন পুরাণ গ্রন্থে দেবী কাত্যায়নীর উদ্ভবের কাহিনি বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে: “দেবগণ চরম দুরবস্থায় বিষ্ণুর নিকট সহায়তা প্রার্থনা করলে, বিষ্ণু ও তাঁর আদেশে শিব, ব্রহ্মা ও অন্যান্য দেবগন দেবী পার্বতীর অংশ নিয়ে তাকে কায়া রূপ দেন সকলের দেহ হতে দিব্য তেজ বিনির্গত হয়ে এক জ্যোতিপর্বতের সৃষ্টি করল। এই জ্যোতিপর্বত ধারণ করল অষ্টাদশভূজা, কৃষ্ণকেশী, ত্রিনয়না ও সহস্র সূর্যের প্রভাযুক্তা দেবী কাত্যায়নীর রূপ।পৌরাণিক ব্যাখ্যা মতে দেবীর এই রূপের পূজায় শত্র নাশ হয়।মহা সপ্তমীর শুভেচ্ছা আপনাদের সকলকে, সুস্থ থাকুন, আনন্দে থাকুন থাকুন, যুক্ত থাকুন মা হৃদয়েশ্বরী সর্বমঙ্গলার মন্দিরের পুজোর সাথে|প্রয়োজনে যোগাযোগ করুন উল্লেখিত নাম্বারে|ভালো থাকুন| ধন্যবাদ|