নব দুর্গা – পঞ্চম রূপ

647

বাংলায় আজ মহা ষষ্ঠী এবং দেশ জুড়ে পালিত নব রাত্রির পঞ্চম দিন, এই দিনে পূজিতা হন দেবী স্কন্দ মাতা|পঞ্চম রূপে সিংহের উপর উপবিষ্ট হয়ে মা স্কন্দ মাতা রূপে ধরা দেন|কার্তিকের আর এক এ নাম স্কন্দ|ত্রিনয়নী দেবী চার হাতবিশিষ্টা | ডানদিকের উপরের হাতে ধরে আছেন শিশু কার্তিককে |প্রস্ফুটিত পদ্ম থাকে আর এক দক্ষিণ হস্তে|বাঁ দিকের একটি হাত বরাভয় দিচ্ছে | আর এক হাতে ধরে আছেন পদ্ম | এই রূপে দেবী দুর্গা সিংহ বাহনে উপবিষ্ট হন | তিনি বসে থাকেন ফুটে থাকা কমলে |দেবীর কথা আমরা পাই স্কন্দ পুরাণে । দেবী সতীর দেহত্যাগের পর জকহ্ন দেবী আদিশক্তি পার্বতী রূপে পুনরায় জন্মগ্রহন করেন তখন প্রথমে শৈল্যপুত্রী রূপে প্রকাশিত হয় পরবর্তী সময়ে ব্রক্ষচারিনী রূপে প্রকাশিত হয়ে শিবকে তুষ্ট করেন ও পতিরূপে প্রাপ্ত করেন । দেবী পার্বতী ও শিবের অংশ স্কন্দ ষড়ানন কুমার কার্ত্তিক জন্মগ্রহন করেন তারকাসুরের বধের জন্য। পৌরাণিক গল্পে পাওয়া যায় কার্ত্তিকের শৈশব কালে যখন তিনি ক্রীড়া মগ্ন ছিলেন তখন অকস্মাৎ তারকাসুর তার সৈন্যদের নিয়ে কুমারকে বধের জন্য উদ্ধত হয় । ভগবতী পার্বতী কার্ত্তিকে রক্ষার্থে এই বিশাল প্রচণ্ড রূপ ধারন করেন ও সমস্ত অসুর সৈন্য বধ করেন ।দেবীর আশীর্বাদে কার্ত্তিক তারকাসুর বধ করেন।দূর্গা পূজার পঞ্চমীর দিন নব দূর্গার এই রূপ পূজিত হয়|পরিবারের কল্যাণ করেন এই দেবী|সন্তান ও পরিবারের শিশু দের কল্যাণ হয় এই দেবীর আশীর্বাদে|আপনাদের সকলকে মহাষ্টমীর শুভেচ্ছা|ভালো থাকুন|ধন্যবাদ|