শক্তিপীঠ – শ্রী শৈল
পন্ডিতজি ভৃগুশ্রী জাতক
দেশ বিদেশে উপস্থিত শক্তি পীঠ ও তাদের সাথে জড়িত নানান গল্প নিয়ে চলছে শক্তিপীঠ ধরাবাহিক।আজ জানাবো প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে অবস্থিত শক্তিপীঠ শ্রীশৈল নিয়ে|
বাংলাদেশের সিলেটের কাছে জৈনপুর গ্রামে এই তীর্থস্থান অবস্থিত। এই স্থান শ্রী শৈল নামে বিখ্যাত তাই শক্তিপীঠ টিও শ্রী শৈল নামে চেনেন অনেকে|শাস্ত্র মতে এখানে দেবীর কন্ঠ পতিত হয়। দেবীর নাম এখানে মহালক্ষী।দেবীর ভৈরব এইখানে সম্বরানন্দ নামে পরিচিত।
ভারত ও বাংলাদেশ সহ সারা বিশ্বের হিন্দু ভক্তদের জন্য এটি একটি পবিত্র তীর্থস্থান|প্রাচীন মন্দিরের সংস্কার হয়েছে সময়ে সময়ে এবং বর্তমানে একটি সুন্দর ও দেবী মন্দির বর্তমান যার মধ্যে একটি বিশেষ কক্ষে রয়েছেন দেবী মহালক্ষী|
মহালক্ষী শক্তিপীঠে কোনো দেবী মূর্তি নেই একটি শীলাকে দেবী রূপে পুজো করা হয়। এমনকি দেবীর ইচ্ছেতে দেবীর মন্দিরে ছাদও তৈরী করা হয়নি। উন্মুক্ত আকাশের নিচেই দেবী পুজো গ্রহন করেন।
প্রায় সারা বছরই ভিড় লেগে থাকে এই জাগ্রত দেবী মন্দিরে এবং বিশেষ বিশেষ তিথিতে বিশেষ পুজো উপলক্ষে জনসমাগম হয় চোখে পড়ার মতো।
ফিরে আসবো পরবর্তী শক্তি পীঠের ইতিহাস
এবং তাৎপর্য নিয়ে।।পড়তে থাকুন।
ভালো থাকুন।ধন্যবাদ।
