নবরাত্রি – দেবী স্কন্দ মাতা

49

নবরাত্রি – দেবী স্কন্দ মাতা

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

চলছে নব রাত্রি।আজ নবরাত্রির পঞ্চম দিনে দেবী স্কন্দ মাতার পূজাকরা হয়।আজ দেবী স্কন্দ মাতার মাহাত্ম এবং দেবীর স্বরূপ ব্যাখ্যা করবো।

 

শিব এবং দেবী পার্বতীর পুত্র কার্তিকের আরেক নাম স্কন্দ তাই স্কন্দমাতা পার্বতীজির অপর নাম। দেবী স্কন্দমাতা শিশু স্কন্দকে কোলে নিয়ে থাকেন।

দেবী চতুর্ভুজা এক হাতে তিনি স্কন্দকে ধরে রেখেছে। যেখানে অন্য দুটি হাতে তিনি দুটি পদ্ম ধারণ করেন এবং তার চতুর্থ হাতটি আশীর্বাদ দেয়ার জন্য ব্যাবহিত হয়|

 

পুরাণ অনুযায়ী দেবী স্কন্দমাতা আগুনের দেবী।তিনি স্বেত বর্ণের দেবী। দেবী একটি পদ্মের উপর বিরাজ করছেন।তিনি তার ভক্তদের অমূল্য জ্ঞান দান করেন।

 

যারা নবরাত্রির পঞ্চম দিনে বাড়িতে স্কন্দমাতার পুজো করবেন তারপর প্রথমে গঙ্গাজল দিয়ে গৃহ শুদ্ধ করুন। একটি রৌপ্য, তামা বা মাটির পাত্রে নারকেল রেখে তার পাশে একটি কলস স্থাপন করুন তাতে সাতটি সিন্দুর বিন্দু স্থাপন করুন।পুজোর সময়ে নীল বর্ণের পোশাক পড়বেন এবং ভোগে কলা অবশ্যই রাখবেন।

 

তারপর বৈদিক ও সপ্তশতী মন্ত্রের মাধ্যমে ষোড়শপচার সহ দেবীর ধ্যান করুন।

তারপর পুজোর সময় মাতৃদেবীর এই মন্ত্রটি এগারো বার জপ করা উচিত-

 

“যা দেবী সর্বভূতেষু মা স্কন্দমাতা রূপেন সংস্থা।নমস্তস্য নমস্তস্য নমস্তস্য নমো নমঃ ”

 

স্কন্দমাতার এই মন্ত্রটি জপ করলে আপনার বাড়িতেও সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে।

সন্তান ভাগ্য ভালো হবে।দেবীর পুজোর পর প্রসাদ শিশুদের মধ্যে বিলিয়ে দিন এতে দেবী সন্তুষ্ট হবেন এবং কৃপা করবেন।

 

 

দেবীর পরবর্তী রূপ এবং তাঁর শাস্ত্রীয় ব্যাখ্যা নিয়ে ফিরে আসবো আগামী পর্বে। পড়তে থাকুন।

ভালো থাকুন। ধন্যবাদ।