কিশোর নগর রাজবাড়ির দূর্গা পুজো 

79

কিশোর নগর রাজবাড়ির দূর্গা পুজো

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

অবিভক্ত মেদিনীপুরের অন্যতম প্রভাবশালী রাজ পরিবার ছিলো কিশোর নগরের রাজা যাদবরাম রায়ের পরিবার।দান শীল এবং ধার্মিক রাজা দেবীর স্বপ্নাদেশ পেয়ে শুরু করেন দুর্গাপুজো।

আজকের পর্বে সেই দূর্গা পুজোর ইতিহাস

নিয়ে লিখবো।

 

দেবী দূর্গা এখানে অত্যন্ত জাগ্রত শোনা যায় একবার পুজোর রাতে এক মা ষোড়শী কন্যার বেশে রাজবাড়ির পুজো দেখতে আসেন। সেই সময় এখানে নদী পেরিয়ে আসতে হতো। এক গরীব মাঝি মা দূর্গাকে নদী পার করান প্রতিদানে মা তাঁকে নিজের দিব্য রূপ দর্শন করান এবং রায় বাড়িতে পুজো দেখতে আমন্ত্রণ জানান।

 

প্রায় তিনশো বছরের প্রাচীন এই পুজোয়

পঞ্চমুণ্ডির আসনে ষোড়শী রূপে পূজিত হন দেবী দূর্গা।পুজোর সময় চলে চণ্ডীপাঠ। বলি প্রথা আগে থাকলেও বর্তমানে নেই।

 

একবার পুজোর সময় নাকি বাড়ির সদস্যরা দেখেন মন্দিরের পশ্চিম দিকের দেওয়ালে ফাটল ধরেছে। আর দেবীর ঘট পশ্চিম দিকে ঘুরে গিয়েছে। সেই থেকে এখনও পশ্চিম মুখে ঘট বসিয়েই পুজো করা হয়।

 

আজও পুরোনো দিনের স্মৃতি রূপে প্রাচীন নাটমন্দিরটি আর পুজো মন্ডপটি রয়ে গেছে। এখনো দূর্গা পুজো উপলক্ষে মেলা বসে। নানারকম উৎসব হয়। স্থানীয়রা বিশ্বাস করেন কিশোর নগরের পুজোয় অঞ্জলি না

দিলে দূর্গা পুজো সম্পূর্ণ হয় না।

 

এমনই সব বনেদি বাড়ির দুর্গাপূজার গৌরবময় ইতিহাস নিয়ে চলতে থাকবে এই ধারাবাহিক লেখা লেখি। পড়তে থাকুন। ভালো থাকুন। ধন্যবাদ।