বাবা লোকনাথের অলৌকিক লীলা
পন্ডিতজি ভৃগুশ্রী জাতক
বাবা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন শিবের সাক্ষাৎ বর পুত্র।তার জীবনকালে তার ভক্তরা মনে করতেন বাবা লোকনাথের আশীর্বাদ পাওয়া মানে সাক্ষাৎ শিবের আশীর্বাদ পাওয়া। তার ভক্তশিষ্য দের কাছে তিনি ভগবান হয়ে উঠেছিলেন এবং এই গুরু রুপী ভগবান তার ভক্তদের সাথে বহু অলৌকিক লীলা করেছেন। আজ সেই সব ঘটনা নিয়ে লিখবো।
১৭৩৫ খ্রিস্টাব্দে উত্তর ২৪ পরগনা জেলার
চাকলা গ্রামে লোকনাথ বাবার জন্ম হয়েছিল। তার পিতার নাম ছিল রামনারায়ন এবং মায়ের নাম ছিল কমলাদেবী। পিতা-মাতার চতুর্থ সন্তান ছিলেন তিনি। ছোটো থেকেই তার মধ্যে আধ্যাত্মিক জগৎ এবং পরম ব্রহ্মকে জানার অন্তত জিজ্ঞাসা দেখা যায়।তার যখন এগারো বছর বয়সে তখন তাকে উপনয়ন করিয়ে পাশের গ্রামের ভগবান গাঙ্গুলীর হাতে সন্ন্যাস এর জন্য তুলে দেওয়া হয়েছিল। তার পর দীর্ঘ পথ পরিক্রমা এবং ধ্যান জপ এবং সাধনার মধ্যে দিয়ে গিয়ে লোকনাথ বাবা ব্রহ্ম জ্ঞান লাভ করেছিলেন এবং অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে উঠে ছিলেন।
নিজের ভক্ত দের সন্তান রূপে স্নেহ করতেন বাবা লোকনাথ। ভুল করলে তাদের যেমন সঠিক পথ প্রদর্শন করতেন তেমনই ভালো কাজ করলে প্রশংসা করতেন এবং আশীর্বাদ দিতেন।একাধিক অলৌকিক ঘটনা আছে বাবা লোকনাথের জীবনে। বরোদাতে থাকার সময়ে একবার অহংকারী সাধক লোকনাথ বাবাকে সিদ্ধিলাভের প্রমাণ দিতে বলেন। তিনি বলেছিলেন লোকনাথ বাবা যদি সিদ্ধপুরুষ হন তবে তিনি তার শিষ্যত্ব গ্রহণ করবেন।লোকনাথ বাবার অলৌকিক ক্ষমতা আছে কিনা প্রমান করতে তাকে ধুতরা ফুল এবং ভয়ংকর সাপের বিষ দেওয়া হয়েছিল। সেই বিষকে পরাজিত করে বাবা লোকনাথ অক্ষত ছিলেন।
এই ঘটনার পর বাবা লোকনাথের খ্যাতি আরো বেশি করে ছড়িয়ে পরে।
ভক্তদের দুঃখ কষ্ট বাবা সহ্য করতে পারতেন না একবার এক ভক্তকে উদ্ধার করতে তার পুত্রের যক্ষ্মারোগ তিনি নিজের শরীরে ধারণ করেছিলেন। তাতে বালকটি পুরো সুস্থ হয়ে ওঠে এবং এই ঘটনার কিছুদিন পর যক্ষ্মা রোগে বাবা লোকনাথ আক্রান্ত হন। ভক্তের উদ্ধারের জন্য গুরুর এই আত্ম ত্যাগ সনাতন ধর্মে আগেও ঘটেছে।বাবা লোকনাথ তার ভক্তদের বলতেন রণে বনে যেখানে যা বিপদই আসুক না কেনো আমাকে স্মরণ করবে আমি তোমাদের উদ্ধার করবো।মনে করা হয়ে আজও তার ভক্তরা তাকে বিপদের সময়ে ডাকলে তার অদৃশ্য উপস্থিত অনুভব করে থাকেন।
একশো ষাট বছর বয়সে লোকনাথ বাবা পরলোক গমন করেন।বাংলাদেশের নারায়ণগঞ্জের বারদী আশ্রমে তিনি সমাধিস্থ হয়েছিলেন।
পরের পর্বে এমনই এক মহান সাধনক এবং ভক্তদের সাথে ঘটা এক অলৌকিক লীলা নিয়ে আবার ফিরে আসবো ভক্তের ভগবানে।
পড়তে থাকুন।ভালো থাকুন। ধন্যবাদ।