আজকের কালী তীর্থ একটি শক্তি পীঠ নিয়ে|আজকের পর্বে শক্তি পীঠ দন্তেশ্বরী|শক্তি পীঠ দন্তেশ্বরী অবস্থিত বাংলার পার্শ্ববর্তী রাজ্য ছত্তিশগড়ে|ছত্তিশ গড়ের দান্তেওয়ারা অঞ্চলে এই দেবীর মন্দির শক্তি পিঠের অন্তর্গত|শাস্ত্র মতে দেবী সতীর দাঁত পতিত হয়েছিলো এখানে|মন্দিরের ইতিহাস বেশ প্রাচীন,এই স্থানে দেবী দন্তেশ্বরীর মন্দির প্রতিষ্ঠা করেন কাকতীয় বংশের রাজারা|দেবী দন্তেশ্বরী এই প্রাচীন রাজ বংশের কুল দেবী|দেবী দন্তেশ্বরীর নাম থেকেই এই অঞ্চলের নাম করণ হয় দন্তেওয়ারা|চতুৰ্দশ শতাব্দীতে তৈরী হয়েছিলো এই মন্দির|মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে দেবীর মূর্তি যা একটি কৃষ্ণ বর্ণের পাথর থেকে তৈরী|মূল মন্দির চারটি ভাগে বিভক্ত যথা গর্ভ গৃহ,মহা মণ্ডপ, মুখ্য মণ্ডপ এবং সভা মণ্ডপ|মূল মন্দির কে ঘিরে রয়েছে একটি সুউচ্চ প্রাচীর|স্থানীয় অধিবাসী দের কাছে দেবী দন্তেশ্বরী অত্যান্ত প্রসিদ্ধ এবং শ্রদ্ধার|বিশেষ বিশেষ তিথিতে বিশেষ পুজো ছাড়াও প্রতিবছর নব রাত্রি ও দশেরা উৎসব এখানে মহাসমারোহে পালিত হয় ও সেই উপলক্ষে ব্যাপক জনসমাগম হয়|আজকের পর্বে এই টুকুই আগামী দিনের কালী ক্ষেত্র অনুষ্ঠানে থাকবে আরো অনেক শক্তি পিঠের কথা ও তার সঙ্গে জড়িত অসংখ্য অলৌকিক ঘটনা|পড়তে থাকুন|জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে কথা বলতে বা সাক্ষাৎ এর জন্য যোগাযোগ করুন উল্লেখিত নাম্বারে|