অনেক আশা ভরসা নিয়ে একটি নতুন বছরে আমরা পা রাখলাম, আশা করি ভালো আছেন সুস্থ আছেন,পুরান রহস্য ও মন্দির রহস্য নিয়ে নিয়মিত লিখছি, লাইভ অনুষ্ঠান ও শুরু হয়েছে, শিগ্রই আরো কিছু নতুন ধরণের অনুষ্ঠান নিয়ে আসবো আপনাদের সামনে, তবে আজ নতুন বছরের শুরুতেই আপনাদের একটি শক্তিপীঠের কথা বলবো, আজকের পর্বে গুজরাটের আম্বাজী শক্তি পীঠ|আমাদের শাস্ত্রে বর্ণিত একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম এই আম্বাজী মাতার মন্দির যা গুজরাটের পালনপুর থেকে 65 কিলোমিটার এবং মাউন্ট আবু থেকে 45 কিলোমিটার দুরে অবস্থিত|শাস্ত্র মতে এখানে দেবী সতীর হৃদয় পতিত হয়েছিলো|অত্যান্ত জাগ্রত ও প্রসিদ্ধ এই আম্বাজী মন্দির|সারা বছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই মন্দিরে|দেবীর কোনো মূর্তি বা প্রতিরূপ এখানে নেই তার বদলে রয়েছে একটি শ্রীযন্ত্র যা ভক্তি ভরে পুজো করেন দর্শনার্থীরা তবে কিছু বিধি নিষেধ মেনে এবং ছবি তোলা কিন্তু কঠোর ভাবে নিষিদ্ধ|রহস্যজনক ভাবে এই শ্রীযন্ত্র কিন্তু জন সমক্ষে আনা হয়না,পুজোর সময় পুরোহিতের চোখ ও ঢেকে দেয়া হয় বলে শোনা যায়|স্বর্ণ জড়িত এই প্রাচীন শ্রী যন্ত্র টি স্থাপিত আছে মন্দিরের অভ্যন্তরে একটি বিশেষ কক্ষে|এখানে অমাবস্যা ও পূর্ণিমায় বিশেষ পুজো উপলক্ষে ভিড় হয় বেশি|তবে প্রায় সারাবছরই মানুষ আসেন, মন্দির দর্শন করেন ও দেবীর কাছে প্রার্থনা করেন|আজ এক শক্তি পীঠের কথা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামী পর্বে|টিভির অনুষ্ঠান, ফেসবুক ও ইউটিউব এ নিয়মিত আসছি, নিয়মিত বসছি চেম্বারে, আগামী দিনে শহরের এবং রাজ্যের বাইরেও যাবো আগের মতো, তবে জ্যোতিষ পরামর্শর জন্যে আমাকে প্রয়োজন হলে অনুগ্রহ করে উল্লেখিত নাম্বারে ফোন করে একবার আগে সরাসরি কথা বলে নেবেন আমার সাথে|ভালো থাকুন|ধন্যবাদ|