অনেকদিনের বিরতির পর আজ একটি শক্তি পীঠ পর্ব নিয়ে আমি আবার আপনাদের সামনে উপস্থিত|ইতিমধ্যে আমাদের রাজ্য তথা দেশের বিভিন্ন শক্তি পীঠ নিয়ে আমি লিখেছি যা আপনাদের ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছে|লেখা গুলি যারা পড়েননি আমার ওয়েবসাইট এ গিয়ে পড়তে পারেন|এবার দেশের বাইরের কয়েকটি শক্তি পীঠ আপনাদের সামনে আনবো যা বেশ জাগ্রত এবং জনপ্রিয়, আধ্যাত্মিক গুরুত্বও অপরিসীম|
আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানেও রয়েছে সতী পীঠ৷ দেবীপুরাণ মতে, সতীর ৫১ পীঠের দুটি পীঠ রয়েছে পাকিস্তানে৷ এরমধ্যে একটি বালোচিস্তানের হিংলাজ যা নিয়ে একটি পর্ব আমি লিখেছি আগেই আর আজ অন্যটি অর্থাৎ করাচির করবীপুর নিয়ে লিখছি|এই শক্তি পীঠ সিন্ধ প্রদেশে পড়ে শক্তি পিঠের তালিকা অনুসারে এই পীঠ রয়েছে তৃতীয় স্থানে|
পাক বন্দর নগর তথা বাণিজ্যিক রাজধানী করাচির পারকাই ও সুক্কুর স্টেশনের কাছে করবীপুর৷ এখানেই দেবীর প্রাচীন মন্দির তথা সতীপীঠ অবস্থিত| কথিত আছে, এখানে সতীর তিনটি নয়ন পড়েছিল৷ দেবী এখানে মহিষমর্দিনী রূপে পূজিতা হন এখানে শিব আছেন ক্রোধীশ রূপে|তিনি ক্রোধের প্রতীক|
কলকাতায় কালী ঘাটের মা কালী কে অনেকে যেমন বলেন কালী কলকাত্তেওয়ালি, তেমনই অনেকটা এখানে গেলে বলতে হয় ‘জয় কালী করাচিওয়ালি’ ওই নামেই দেবী পাকিস্তানে জনপ্রিয়|বহু দূর দূর থেকে হিন্দু তীর্থ যাত্রীর আসেন করবী পুরের এই প্রসিদ্ধ শক্তি পীঠ দর্শন করতে ও দেবী মহিষাসুর মর্দিনীর আশীর্বাদ পেতে|প্রতিদিনের পুজোর পাশাপাশি বিশেষ তিথিতে বিশেষ পুজো ও সেই উপলক্ষে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায় এই শক্তিপিঠে|
আবার ফিরে আসবো নতুন শক্তি পিঠের কথা নিয়ে জানাবো অনেক অজানা কথা|যাওয়ার আগে জানিয়ে রাখি আবার শুরু হয়েছে নতুন করে চেম্বারে জ্যোতিষ চর্চা, কিছু নতুন চেম্বার ও যোগ হয়েছে তালিকায় আর আগামী দিনে জেলা ও রাজ্যের গন্ডি পেরিয়ে পার্শ্ববর্তী রাজ্যেও বিভিন্ন জেলায় পাড়ি দেয়ার পরিকল্পনা রয়েছে সেই সব খবর পেতে ও যেকোনো জ্যোতিষ পরামর্শ তথা প্রতিকারের জন্যে যোগাযোগ করুন উল্লেখিত নাম্বারে|আমি শুনবো আপনাদের কথা, পাশে থাকবো সাধ্য মতো|ভালো থাকুন|ধন্যবাদ|