দেবী জগদ্ধাত্রীর শাস্ত্রীয় মাহাত্ম

118

দেবী জগদ্ধাত্রীর শাস্ত্রীয় মাহাত্ম

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

চলছে জগদ্ধাত্রী পুজো। দেবী একাধারে শাস্ত্রীয় এবং বৈদিক সত্ত্বা নিয়ে সনাতন ধর্মে বিরাজ করছেন। তার আবির্ভাব তার রূপ এবং পুজো পদ্ধতি সবই শাস্ত্র মতে বিশেষ তাৎপর্য পূর্ন। আজ আসুন জেনে নিই সেই শাস্ত্রীয় ব্যাখ্যা।

 

আগেই উল্লেখ করেছি দেবী করীন্দ্রাসুরকে বধ করতে অবির্ভুত হন।জগদ্ধাত্রীর বাহন সিংহ এক হাতির উপর দাঁড়িয়ে, আবার কোথাও পদতলে হাতির কাটা মাথা দেখা যায়।সংস্কৃতে হাতির একটি নাম করী, সেই অনুসারে অসুরটির নাম করীন্দ্রাসুর। তাকে বধ করেন দেবী জগদ্ধাত্রীর তাই তাঁর অপর নাম করীন্দ্রাসুরনিসূদিনী।

 

শ্রীশ্রীচণ্ডীতে দেবীর উল্লেখ আছে সেখানে বলা হয়, যুদ্ধের সময় মত্ত মহিষাসুর হাতির মায়ারূপ ধরেন।তখন দেবী জগদ্ধাত্রী রূপে চক্রদ্বারা তিনি ছেদন করেন হাতির শুঁড়।

 

আবার উপনিষদে এবং কাত্যায়নী তন্ত্রে দেবী হৈমবতী রূপে বিরাজ করছেন।বিভিন্ন

পুরানেও শঙ্খ এবং চক্র হাতে দেবী বৈষ্ণবীর যে বর্ণনা পাওয়া যায় তাও মিলে যায় দেবী জগদ্ধাত্রীর সাথে।সব মিলিয়ে বলাই যায় দেবী দূর্গা তথা আদ্যাশক্তির একটি রূপ বিশেষ।

 

শাস্ত্র মতে দেবী জগদ্ধাত্রীর আরাধনা করুন।

দেবীর কাছের নিজের প্রার্থনা জানান। তিনি

সব কষ্ট দুর করবে।

 

ফিরে আসবো আগামী পর্বে। ধারাবাহিক শাস্ত্রীয় এবং পৌরাণিক আলোচনা নিয়ে। পড়তে থাকুন। ভালো থাকুন। ধন্যবাদ।