শিক্ষক দিবসের শুভেচ্ছা

52

শিক্ষক দিবসের শুভেচ্ছা

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

ভারতের প্রাচীন গুরু শিষ্য পরম্পরার দেশ। আমরা বিশ্বাস করি একজন মানুষের সফতার পেছনে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আদর্শ শিক্ষক কেবলমাত্র পড়াশোনার ক্ষেত্রে নয়, তিনি ছাত্রকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। তিনি তাকে শুধুমাত্র জীবনে সফল হওয়া নয়, কিভাবে একজন ভাল মানুষ হতে হয় শেখাবেন।

সমাজে শিক্ষকদের ভূমিকায় সম্পর্কে শ্রদ্ধেয়
এ পি জে আবদুল কালাম বলেছিলেন, ‘যদি একটি দেশকে বা জাতীতে দুর্নীতিমুক্ত এবং উন্নত হতে হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ ক্ষেত্রে তিনজনের ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তারা হলেন বাবা, মা এবং শিক্ষক।’
খুবই বাস্তব উপলব্ধি এ নিয়ে সংশয়ের নেই।

তবে আজকের এই শিক্ষক দিবসের একটি সংক্ষিপ্ত ইতিহাস আছে।শিক্ষাবিদ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তাঁর জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন ‘জন্মদিনের পরিবর্তে ৫ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদ্‌যাপিত হয় তবে আমি বিশেষরূপে অনুগ্রহ লাভ করবো।’
সেই শুরু। সেই থেকে আজও এই দিনটি
শিক্ষক দিবস রূপে পালিত হয়।

আজ জাতীয় শিক্ষক দিবস এবং আদর্শ
শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন।
সকল শিক্ষককে জানাই বিনম্র শ্রদ্ধা এবং
শিক্ষক দিবসের শুভেচ্ছা।