জয় জগন্নাথ – বলরামের কথা

150

জয় জগন্নাথ – বলরমের কথা

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

পুরীতে একত্রে অবস্থান করছেন ত্রিমূর্তি জগন্নাথ বলরাম এবং সুভদ্রা। আগের পর্বে সুভদ্রা কে নিয়ে আলাদা ভাবে আলোচনা করেছি। আজ জানাবো বলরামের কথা।

 

বলরাম হলেন ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা এবং সর্পদেবতা শেষ নাগের অবতার রূপে

বিবেচিত হন।তাঁকে বলদেব বা বলভদ্র নামেও ডাকা হয়।

 

বলরাম বাসুদেব এবং দেবকীর গর্ভে জন্মগ্রহণ করলেও বাসুদেবের আরেক স্ত্রী রোহিণী তাঁকে বড়ো করে তোলেন এবং বলরামকে এই কারণে ” রোহিণী পুত্র ও বলা হয়।পরবর্তীতে তাঁর বিবাহ হয়

রাজকুমারী রেবতীর সাথে।

 

শৈশব থেকেই বলরাম সর্বদা কৃষ্ণের পাশে থেকেছেন এবং বৃন্দাবনের কৃষ্ণের বহু বাল্য লীলায় অংশ নিয়েছেন।ধেনুকাসুর নামে এক শক্তিশালী দৈত্যকে বধ করে বলরাম জীব জন্তু এবং প্রকৃতিকে রক্ষা করে ছিলেন।পুরানে পাওয়া বর্ণনা অনুযায়ী বলরাম অত্যন্ত শক্তিশালী ছিলেন এবং কৃষিকাজ ভালোবাসতেন। প্রায়শই তাকে লাঙ্গল ধরে থাকতে দেখানো হয়। শ্রী কৃষ্ণর সাথে যেমন সুদর্শন চক্র এবং বাঁশি থাকে তেমনই বলরামের সাথে থাকে লাঙ্গল।

 

বলরাম মহাভারতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি গদাযুদ্ধের একজন মহান শিক্ষক ছিলেন এবং দুর্যোধন এবং ভীম উভয়কেই গদা দিয়ে যুদ্ধ শিখিয়ে ছিলেন।তবে তিনি শান্তিতে বিশ্বাস করতেন এবং যুদ্ধে অংশ নিতে চাননি।

তাই কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হলে তিনি

অন্তরালে চলে যান।

 

পুরী ধামে বলরাম বন সুভদ্রা এবং ভ্রাতা কৃষ্ণের সাথে বিরাজমান। রথ যাত্রায় নিজের স্বতন্ত্র রথে আরোহন করে তিনি জগন্নাথের সাথেই

তাঁর ভক্তদের দর্শন দেন।

 

আবার রথ যাত্রা উপলক্ষ্যে ফিরে আসবো জগন্নাথ প্রসঙ্গে আলোচনা নিয়ে। পড়তে থাকুন।

ভালো থাকুন। ধন্যবাদ।