রাশি অনুসারে শিবের মন্ত্র

1175

আগামী ১৯ ফেব্রুয়ারী শিব চতুর্দশী|জ্যোতিষ ও তন্ত্র জগতে এই তিথির গুরুত্ব অপরিসীম|আজকের পর্বে আসুন জেনে নিই রাশি অনুসারে কে কোন মন্ত্র জপ করে মহাদেবকে ডাকলে দ্রুত ও নিশ্চিত ভালো ফল পাবেন|মেষ রাশির ব্যক্তিদের পঞ্চাক্ষর মন্ত্র ওম নমঃ শিবায় জপ করা উচিত। শিব পঞ্চাক্ষর মন্ত্র হল সেই মন্ত্র যা সমস্ত ইচ্ছা পূরণ করে।বৃষ রাশির মানুষদের ওম নাগেশ্বরায় নমঃ মন্ত্র জপ করা উচিত।জপের পর শিব লিঙ্গে বেলপাতা ও দুধ নিবেদন করবেন|মিথুন রাশির জাতক জাতিকাদের মহাশিবরাত্রির দিন “ওম নমঃ শিবায় কালাম মহাকাল কালম কৃপালম ওম নমঃ” মন্ত্রটি জপ করা উচিত।কর্কট রাশির ব্যাক্তিদের শিব পূজার সময় অত্যন্ত ভক্তি সহকারে ” ওম চন্দ্রমৌলেশ্বর নমঃ ” মন্ত্রটি করা উচিত।সিংহ রাশি যাদের তারা ভক্তিভরে মহা মৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন। সুফল পাবেন|কন্যা রাশির জাতকদের মহাশিবরাত্রির দিন ওম নমো শিবায়  মন্ত্র ১০৮ বার জপ করা উচিত। তুলা রাশির জাতক জাতিকাদে  ওম হম জুম স্বাহা মন্ত্রটি জপতে হবে এবং শিব লিঙ্গে বেলপাতা ও স্বেত চন্দন নিবেদন করতে হবে|বৃশ্চিক ও ধনু রাশির যাদের তারা ” ওম নমো শিবায় গুরু দেবায় নমঃ” মন্ত্রটি প্রতি সোমবার জপ করুন মকর ও কুম্ভ রাশির জাতকরা ” ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবয় ধিমহি তন্নো রুদ্রা প্রচোদয়াত” মন্ত্র জপ করুন|কুম্ভ রাশির ব্যাক্তিদের ওম নমো শিবায় গুরু দেবায় নমঃ মন্ত্র জপ করা উত্তম হবে।মীন রাশির জাতক জাতিকারা ” ওম সুন্দরায় নমঃ ” মন্ত্রটি জপ করে শিব লিঙ্গ প্রদক্ষিণ করবেন|শিব চতুর্দশী তিথিতে মন্ত্রগুলি ১০৮ বার জপ করতে পারলে সব থেকে ভালো হয় । মন্ত্র জপ করার সময় মনকে নিবদ্ধ ও শান্ত রাখা প্রয়োজন।স্নান সেরে শুদ্ধ দেহে মহাদেবের সামনে বা তাকে স্মরণ করে মন্ত্র জপ করবেন|যারা শিব চতুর্দশী ও অমাবস্যা তিথিতে জ্যোতিষ ও তন্ত্র সংক্রান্ত যেকোনো সমস্যার শাস্ত্র মতে সমাধান চান তারা যোগাযোগ করতে পারেন।শিব ও শিব চতুর্দশী তিথি সংক্রান্ত আরো অনেক তথ্য নিয়ে ফিরে আসবো আগামী পর্বগুলিতে।পড়তে থাকুন। ভালো থাকুন। ধন্যবাদ।