শিব চতুর্দশী -রাশি অনুসারে শিবের ভোগ নিবেদন

451

আগের পর্বে জানিয়েছিলাম রাশি অনুসারে শিব চতুর্দশী ব্রত চলা কালীন কোন মন্ত্র কোন রাশির জন্য উত্তম আজ জানাবো আপনারা রাশি অনুসারে কি দিয়ে মহাদেবের ভোগ নিবেদন করবেন|

মেষ রাশিমেষ রাশির অধিপতি মঙ্গল। এই রাশির জাতক জাতিকারা শিবকে পাঁচটি লাল ফল ও মিশ্রী অর্পণ করতে পারেন।

বৃষ রাশিশিবের আশীর্বাদ লাভের জন্য বৃষ রাশির জাতকদের এগারোটি হলুদ ফল ও সাথে কাজু ও মিশ্রীর ভোগ নিবেদন করুন|

মিথুন রাশিবুধ এই রাশির অধিপতি। জ্যোতিষ মতে পাঁচটি যেকোনো সবুজ ফল ও মিশ্রী এবং পেস্তা অর্পণ করলে দেবাদিদেব সন্তুষ্ট হবেন।

কর্কট রাশিকর্কট রাশির জাতক জাতিকারা যদি শিবকে মাখনের সঙ্গে মিশ্রী মিশিয়ে শিবকে ভোগ নিবেদন করেন, তা হলে সুফল পাবেন।

সিংহ রাশিগ্রহের রাজা সূর্য এই রাশির অধিপতি। সিংহ রাশির জাতকরা লাল রঙের পাঁচটি মিষ্টি ও বাদাম মহাদেবকে অর্পণ করুন। শুভ ফলাফল লাভ করবেন।

কন্যা রাশিবুধ এই রাশির অধিপতি হওয়ায় পেস্তা অর্পণ করতে পারেন মহাদেবকে পাশাপাশি কিশমিশ অর্পণ করলেও মহেশ্বর সন্তুষ্ট হবেন।

তুলা রাশিসুখ সৌভাগ্যের কারক গ্রহ শুক্র এই রাশির অধিপতি। কাজু ও মিশ্রীর পাশাপাশি শুকনো নারকেল ও মিশ্রী অর্পণ করলে সৌভাগ্য আসবে|

বৃশ্চিক রাশিসাহস ও পরাক্রমের কারক গ্রহ মঙ্গল এই রাশির অধিপতি হওয়ায়, শ্রাবণ মাসে শিবকে লাল ফল লাল রঙের মিষ্টি সাথে চিনাবাদাম ও আখরোটের ভোগ নিবেদন করতে পারেন।

ধনু রাশিবৃহস্পতি এই রাশির অধিপতি। শিব চতুর্দশী শুধু নয় যেকোনো সোমবার শিবকে জাফরান ও খেজুরের ভোগ নিবেদন করলে শিবের পাশাপাশি বিষ্ণুর আশীর্বাদ পাবেন

মকর রাশির জাতকরা শুকনো খেজুর ও ডুমুর নিবেদন করলে শিব প্রসন্ন হবেন। পাশাপাশি শনিদেব ও শান্ত থাকবেন।

কুম্ভ রাশিমকরের মতো শনি এই রাশিরও অধিপতি। জ্যোতিষ মতে, কুম্ভ রাশির জাতকরা পাঁচটি সুপুরি ও কাঁচা দুধে জাফরান মিশিয়ে অর্পণ করলে সুফল পাবেন।

মীন রাশিদেবগুরু বৃহস্পতি এই রাশির অধিপতি।শিব চতুর্দশী উপলক্ষে খেজুর, দুধ ও মধু অর্পণ করতে পারেন।ভালো ফল পাবেন।

শিব চতুর্দশী উপলক্ষে আগামী পর্বগুলিতেও চলতে থাকবে শিব ও শিব পুজো নিয়ে এই বিশেষ আলোচনা|পড়তে থাকুন।শাস্ত্র মতে গ্রহের প্রতিকার করাতে যারা শিবরাত্রি যুক্ত অমাবস্যা তিথিকে বেছে নিতে চান তারা এখন থেকেই যোগাযোগ করুন|ভালো থাকুন|ধন্যবাদ|