নন্দ উৎসব

765

নন্দ উৎসব পন্ডিতজি ভৃগুশ্রী জাতক কংসের হাত থেকে তাঁর প্রজাদের রক্ষা করতে মাতা দেবকীর কোলে বিষ্ণু অষ্টম অবতার রূপে জন্ম নেন শ্রী কৃষ্ণ|শ্রী কৃষ্ণের জন্ম তিথি উপলক্ষে প্রতিবছর ভাদ্রমাসে কৃষ্ণা অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী যা কাল মহা সমারোহে গোটা দেশ জুড়ে পালিত হয়েছে|আমার গৃহ মন্দিরে সারাদিন ব্যাপী পুজো অনেকেই সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখেছেন|ধন্যবাদ আপনাদের|তবে উৎসব এখনো শেষ হয়নি|শাস্ত্র মতে জন্মাষ্টমীর ঠিক পরের দিনই ভারতবাসী মেতে ওঠেন নন্দ উৎসবে। পুরাণ কাহিনী অনুযায়ী কৃষ্ণের জন্ম হয়েছিল রাত্রে।গোকুল রাজ নন্দ হলেন শ্রীকৃষ্ণের পালিত পিতা|নন্দ সেই  আনন্দ উৎসব উদযাপন করেছিলেন পরেরদিন সকালে। সেই খবর শুনে সমস্ত গোকুলবাসী সেদিন মেতে উঠেছিলেন আনন্দে। এই দিনটিকে কেন্দ্র করেই শুরু নন্দ উৎসব। মথুরা ও বৃন্দাবনের পাশাপাশি নদীয়ায় মহা সমারোহে জন্মাষ্টমীর পরদিন পালিত হত নন্দ উৎসব। বহু স্থানে,এই উৎসবে শিশুরা শ্রীকৃষ্ণের জীবনের নানান ঘটনা ছড়া আকারে বলে বা গান গেয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করে, প্রত্যেক গৃহস্থের বাড়ি গিয়ে  সংগ্রহ করত তালের বড়া।এখনও জন্মাষ্টমীর পরের দিন নন্দউৎসব পালিত হয় দেশের বিভিন্ন জায়গায়।বলা যায় এই নন্দ উৎসবের মধ্যে দিয়েই সমাপ্ত হয় কৃষ্ণের জন্মোৎসব, এরপর আবার একটা বছরের অপেক্ষা| পালন করুন নন্দ উৎসব|আগামী দিনে আরো নতুন নতুন বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে|দেখতে থাকুন ইউটিউব ও টিভির অনুষ্ঠান|আর যেকোনো জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে চাইলে বা সমস্যারা সমাধান চাইলে যোগাযোগ করুন উল্লেখিত নাম্বারে|ভালো থাকুন|ধন্যবাদ|