কল্প তরু উৎসব নিয়ে কিছু কথা ও নতুন বছরের শুভেচ্ছা

629

আরো একটা বছর শেষ এবং যথারীতি নতুন বছরে পদার্পন|এবার 2021|মহামারী, লকডাউন, মৃত্যু মিছিল সব মিলিয়ে সত্যি একটা খারাপ বছর গেলো|অনেক অভিজ্ঞতা হলো যা আজীবন সঙ্গে থাকবে|আর এই অভিজ্ঞতা নিয়ে আমরা স্বাগত জানাচ্ছি নতুন এই বছরকে|

বছরের এই প্রথম দিন আরো একটা কারনে উল্লেখযোগ্য তাহলো কল্পতরু উৎসব ইতিহাস বলে, আজকের দিনেই ১৮৮৬ সালে মৃত্যুর কয়েক মাস আগে ভক্তদের ইচ্ছাপূরণে কল্পতরু হয়েছিলেন রামকৃষ্ণ পরমহংস এবং তার গৃহি ভক্ত শিষ্য দের উদ্দেশ্যে বলেছিলেন তোমাদের চৈতণ্য হোক|কথিত আছে, ওই দিন রামকৃষ্ণ যাঁদের ছুঁয়েছিলেন, তাঁদের মনোস্কামনা পূরণ হয়েছিলেন। তারপর থেকেই নিজেদের মনোস্কামনা পূরণে কল্পতরু উৎসবে পুজো দিতে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় কাশীপুর উদ্যানবাটী এবং দক্ষিণেশ্বরে।

নতুন বছরে ফিরে আসবো নতুন লেখা, নতুন অনুষ্ঠান নিয়ে অবশ্যই থাকবে কিছু নতুন চমক যা নিয়ে যথা সময়ে বলবো|আশা করবো সবার সব স্বপ্ন পূরণ হোক এই বছরে,আর যেনো কোনো নতুন বিপদে আমাদের না পড়তে হয়, মা হৃদয়েশ্বরী সর্বমঙ্গলার কৃপায় দূর হোক সব বাঁধা বিপত্তি, সব দিয়ে সার্থক ও সুম্দর হোক 2022|আমার সব শুভাকাঙ্খী ও দর্শকদের জানাই নতুন কল্প তরু উৎসব ও বছরের শুভেচ্ছা|ভালো থাকুন|ধন্যবাদ|