কালী কথা

601

পর্ব তিন

দীপান্বিতা অমাবস্যায় আমাদের ঘরে ঘরে পূজিতা হবেন দেবী কালী, এই দেবী কালীর পায়ের তলায় থাকেন দেবাদিদেব মহাদেবে|কিন্তু কেনো এই অবস্থান এবং কেনই বা এই রূপে দেবীকে আমরা পুজো করি সেই কোথায় বলবো কালী কথার এই পর্বে|

অসুরদের হারানোর পর প্রবল বিজয়নৃত্য শুরু করেন কালী। অসুরের ধরহীন মুণ্ড দিয়ে বানান কোমড়বন্ধ ও গলার মালা। কালীর উন্মাদ নাচে স্বর্গে তখন ত্রাহি-ত্রাহি রব। দেবতারা ফের ছুটলেন মহাদেবের কাছে। কারণ কালীর নৃত্যে সৃষ্টির লয় ধ্বংস হওয়ার পরিস্থিতি। ছুটলেন মহাদেব কালীর নাচ বন্ধ করতে। কিন্তু, মহাদেবের হাজারো কথাও শুনতে পেলেন না উন্মাদিনী কালী। উপায়ান্ত না দেখে মহাদেব এবার কালীর পা-এর তলায় নিজেকে ছুঁড়ে ফেলে দেন। পায়ের নিচে স্বামীকে পরে থাকতে দেখতে লজ্জিত হন কালী। লজ্জায় জিভ কাটেন তিনি। পৌরাণিক এই কাহিনি অবলম্বনে পূজিত হয়ে আসছেন কালী।

তাই কালীরূপ মানেই তাঁর নগ্ন-রূপ আর অসুরদের ধরহীন মুণ্ড-র কোমরবন্ধনী ও মালার সঙ্গে সঙ্গে পা-এর তলায় শিব।আবার একটু গভীরে গিয়ে ভাবলে মনে হবে শিব অর্থাৎ মহা কাল কে যিনি নিজের নিয়ন্ত্রণ এ রাখতে সক্ষম তিনি কালী অর্থাৎ আদি শক্তি|কালী রূপের আরো অনেকগুলি দিক ও তার ব্যাখ্যা নিয়ে আলোচনা করবো আগামী পর্ব গুলিতে পড়তে থাকুন|

জানিয়ে রাখি আসন্ন দীপান্বিতা অমাবস্যায় আমি নিজে উপস্থিত থাকবো তারাপীঠে, অসংখ্য মানুষের গ্রহ দোষ খণ্ডন ও তন্ত্র মতে প্রতিকারের ব্যাবস্থা থাকবে|যারা যোগদান করতে আগ্রহী, কোনো সমস্যার সমাধানে আগ্রহী অবশ্যই যোগাযোগ করুন উল্লেখিত নাম্বারে ও সরাসরি কথা বলুন|ভালো থাকুন|ধন্যবাদ|