বিশেষ পর্ব – জগন্নাথ এবং নবগ্রহ
পন্ডিতজি ভৃগুশ্রী জাতক
পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন চন্দন যাত্রার মধ্যে দিয়ে শুরু হয়ে গেলো প্রভু জগন্নাথের রথ যাত্রার প্রস্তুতি।ধারাবাহিক ভাবে তাই এই সময়ে কয়েকটা দিন জগন্নাথ মহিমা নিয়ে আলোচনা করছি। আজ জগন্নাথ দেবের সাথে নব গ্রহের সম্পর্ক নিয়ে আলোচনা করবো।
জগন্নাথ জগতের নাথ।সেদিক দিয়ে সমস্ত গ্রহ নক্ষত্র তার অধীনে। জগন্নাথ কৃপা লাভ করলে সমস্ত গ্রহ দোষ খণ্ডন হয় বলে মনে করা হয়। তাছাড়া রথে বিরাজমান জগন্নাথ দর্শন করলেও গ্রহের অশুভ প্রভাব দুর হয়।
শাস্ত্রে আছে জগন্নাথ দেবের দ্বার সর্বদাই তার
ভক্ত দের জন্য উন্মুক্ত। যখন সাধারণ মানুষের জন্য মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় তখন স্বর্গ থেকে দেবতারা আসেন জগন্নাথ দর্শন করতে। সেই দেবতাদের মধ্যে নব গ্রহও থাকেন।
অন্য একটি ব্যাখ্যা অনুসারে সমস্ত গ্রহরা প্রভুর শ্রী অঙ্গে বিরাজ করেন।প্রভুর চোখের পলক নেই তিনি সদা জাগ্রত এবং বলা হয়, দুই চোখের একটি সূর্য অন্যটি চন্দ্রের প্রতীক। জগন্নাথের কপালে বাস করেন দেবগুরু বৃহস্পতি। কালো অংশ গ্রহরাজ শনির প্রতীক। একপাশে থাকা হলুদ রেখা রাহুকে নির্দেশ করে। মহাপ্রভুর নাকে মঙ্গলগ্রহ বিরাজমান। এছাড়া দুই পাশে বুধ, শুক্র এবং কেতুর অবস্থানও রয়েছে।
তাই বলা হয় যে জগন্নাথের স্মরণ নিলে যে কোনও গ্রহের দোষ কেটে যায়। কারণ তাঁর পুজো করা মানেই একত্রে নবগ্রহের বন্দনা করা। সেই সঙ্গে জগন্নাথের কৃপায় ভক্তের সমস্ত দুর্ভোগ দুর হয়।
এবার একটা সহজ উপাচার বলি। যারা জগন্নাথ দেবকে সহজে সন্তুষ্ট করে তার কৃপা লাভ করতে চান তারা নিয়মিত জগন্নাথদেবকে খিচুড়ি ভোগ অর্পণ করুন। ভালো ফল পাবেন।
ফিরে আসবো জগন্নাথদেব সংক্রান্ত
আরো অনেক পৌরাণিক ঘটনা এবং শাস্ত্রীয় ব্যাখ্যা নিয়ে।আগামী পর্ব গুলিতে । পড়তে থাকুন
ভালো থাকুন। ধন্যবাদ।