পুরানের দেবদেবী – বরুন দেব

33

পুরানের দেবদেবী – বরুন দেব

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

দেবতাদের উৎস তিন রকমের বেদে উল্লেখিত বৈদিক দেবতা,পুরানে উল্লেখিত পৌরাণিক দেবতা এবং আঞ্চলিক ভাবে লৌকিক কারনে উঠে আসা লৌকিক দেবতারা|এই ধারাবাহিক লেখায় পর্বে পর্বে আলোচনা করবো একেকজন দেবতা বা দেবী নিয়ে যারা মুলত পুরান থেকে উৎপত্তি লাভ করেছেন আজকের পর্বে পৌরাণিক এবং বৈদিক দেবতা বরুনদেব|

 

প্রাচীন বৌদ্ধ ধর্মেও বরুন দেবের উল্লেখ রয়েছে, এছাড়া পার্সি ধর্মে ও জৈন ধর্মে তিনি ভিন রূপে পূজিত হন এবং সিন্ধি দের ঝুলেলাল কেও বরুনের একটি রূপ বলেই মনে করা হয়|আধুনিক ব্যাবহারিক জ্যোতিষ শাস্ত্র, বিশেষ করে পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রে একটি গ্রহ হিসাবেও বরুন দেব অবস্থান করছেন|আবার বাস্তু শাস্ত্র অনুসারে বরুন দশদিকের একটি দিকের অধিকর্তা তাই তাকে সন্তুষ্ট রাখলে বাস্তুর কল্যাণ নিশ্চিত|

 

বৈদিক দেবতাদের মধ্যে প্রাচীনতম হলেন বরুন দেব, বেদে অসংখ্য শ্লোক রয়েছে তার উদ্দেশ্যে, তিনি কাশ্যপ ঋষি ও অদিতির পুত্র|সম্পর্কে ইন্দ্র, পবন এবং অগ্নি দেব তার সহদর|তার বাসস্থান হিসাবে সমুদ্রকে উল্লেখ করা হয়েছে এবং তার বাহন মকর|এই জন্য অনেকেই তাকে জলের দেবতা মনে করেন|বরুন দেবের অস্ত্রর নাম বরুণাস্ত্র ও তার সঙ্গিনী বারুনী|তার মন্ত্র হিসাবে বেদে একটি মন্ত্র ও রয়েছে তা হলো ওঁম বরুনায় নমঃ|বরুন দেব আবার বশিষ্ঠর জনক|

 

রামায়নে লঙ্কা অভিযানের সময় রাম বরুন দেবকে রাস্তা দিতে বলেন বরুন দেব সাড়া না দেয়ায় বান নিঃক্ষেপ করতে গেলে তিনি রামকে দেখা দেন এবং লঙ্কা যেতে সাহায্য করেন।

 

আগামী পর্বে অন্য কোনো পৌরাণিক দেবতা নিয়ে বলবো |পড়তে থাকুন।ভালো থাকুন। ধন্যবাদ।