মহা শিবরাত্রির শুভেচ্ছা

140

মহা শিবরাত্রির শুভেচ্ছা

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

তিথি অনুসারে আজ মহা শিব রাত্রি। দেবাদিদেব মহাদেবকে জানাই প্রণাম এবং প্রতিটি শিব ভক্তকে জানাই মহা শিব রাত্রির শুভেচ্ছা এবং অভিনন্দন।

শিবরাত্রি’ কথাটা দুটি শব্দ থেকে এসেছে। ‘শিব’ ও ‘রাত্রি’, যার অর্থ শিবের জন্য রাত্রী। শিবরাত্রির সঙ্গে জড়িত আছে নানা পৌরাণিক কিংবদন্তী।

পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের বিবাহ হয়।শিব রাত্রির এই তিথিতেই প্রকট হয়েছিলো আদি শিব লিঙ্গ।  যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনই পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত। তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ- এই চতুর্বিধ ফল লাভ হয়।

দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহা শিবরাত্রি এদিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলেনাথের ভক্তদের মনবাঞ্ছা পূরণ হয়।মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়।

সবাইকে আরো একবার জানাই শিব রাত্রিরশুভেচ্ছা|ফিরে আসবো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সংক্রান্ত আলোচনা নিয়ে আগামী পর্বে। পড়তে থাকুন। ভালো থাকুন।হর হর মহাদেব|