ভক্তের ভগবান – হরিভক্ত দেবর্ষি নারদ
পন্ডিতজি ভৃগুশ্রী জাতক
পুরানে অসংখ্য হরি ভক্তের উল্লেখ আছে তবে দেবর্ষি নারদের ন্যায় নারায়ণ
ভক্ত দ্বিতীয় কেউ নেই। নারদ এক জনপ্রিয় পৌরাণিক চরিত্র, আচার আচরণে তিনি পরম বৈস্নব |মুখে সদা হরিনাম, সর্বত্র তার অবাধ যাতায়াত, সব সংবাদ, সব জ্ঞান তার মধ্যে সদা বর্তমান |দেব লোক থেকে জমলোক সব স্থানে তিনি সমান জনপ্রিয়।
নারদের জন্মই হয় নারায়নের বরে পূর্ব জন্মে নারদ ছিলেন এক ব্রাহ্মণ সন্তান তার নাম ছিলো নন্দ।তিনি কৈশোরে তার আরাধ্য শ্রী হরির দর্শন পেতে জঙ্গলে গিয়ে বিষ্ণুর ধ্যান শুরু করেন নন্দ। তাঁর প্রচণ্ড তপস্যায় তুষ্ট হয়ে বিষ্ণু তাঁকে দর্শন দেন। শ্রীবিষ্ণু নন্দের পবিত্রতা, তার সাধনা এবং ঈশ্বরকে পাওয়ার প্রবল ইচ্ছে দেখে খুশি হয়ে তাঁকে বর দেন যে পরের জন্মে তিনি বিষ্ণুর পরম ভক্ত হয়ে জন্ম নেবেন। তাঁর ভক্তির কারণেই নারদ হয়ে জন্মে তিনি অমরত্ব লাভ করেন।
দেবর্ষি নারদের জন্ম নিয়ে একাধিক শাস্ত্রে একাধিক তথ্য পরিবেশন করা হয়েছে।একটি তত্ব অনুসারে নারদের জন্ম হয়ে ছিল ব্রহ্মার কণ্ঠ থেকে।প্রথমে ব্রহ্মা তাঁকে সৃষ্টির ভার দেন। সৃষ্টির কাজে ব্যস্ত থাকলে ঈশ্বর চিন্তা বিঘ্নিত হবে বিবেচনা করে ইনি ব্রহ্মার আদেশ মানতে রাজী হলেন না। ফলে ব্রহ্মা তাঁকে অভিশাপ দিয়ে বলেন যে, নারদকে গন্ধমাদন পর্বতে গন্ধর্বযোনিতে জন্মগ্রহণ করতে হবে।যথা সময়ে ইনি গন্ধর্বযোনিতে জন্মগ্রহ করেন।এই সময় তাঁর নাম ছিল উপবর্হণ।
ব্রহ্মার মানসপুত্র নারদ একজন ত্রিকালজ্ঞ, বেদজ্ঞ ও তপস্বী|তার বৈরাজ্ঞ ও জ্ঞানের জন্য তিনি দেবর্ষি উপাধিতে ভূষিত।নারদের জন্ম থেকে তার প্রতিটি লীলায় শ্রী বিষ্ণু স্বমহিমায় উপস্থিত। নারদের কণ্ঠে সদা হরিনাম এবং সর্বদা তিনি বিষ্ণুর ধ্যানে মগ্ন।
নারদ কংসের কাছে কৃষ্ণের জন্মের আগেই কৃষ্ণের আবির্ভাব এবং কৃষ্ণকর্তৃক কংসবধের কথা বলেছিলেন।যার ফলে ফলে কংস চরম অত্যাচারি হয়ে উঠেছিলো, অন্ধকার নেমে এসে ছিলো দেবকী ও বাসুদেবের জীবনে। আপাত দৃষ্টিতে দেখলে নারদ অন্যায় করেছিলেন কিন্তু এসবই ভগবানের লীলা মাত্র নারদকে স্বয়ং ভগবান বেছে নিয়ে ছিলেন তার লীলায় সহায়তা করার জন্য।
অতি উচ্চ মার্গের ভক্ত না হলে এই সৌভাগ্য হয়না।
একজন আদর্শ ভক্ত রূপে নারদ সদা কৃষ্ণ নাম করেছেন ও নাম বিলিয়েছেন, ভক্তি মার্গে চলতে উৎসাহ দিয়েছেন সবাই কে, পাপ থেকে দূরে থাকতে বলেছেন সর্বদা |যেকোনো কার্যে তিনি নিমিত্ত মাত্র, যাই হয়েছে তা ভগবান এর ইচ্ছায় হয়েছে।
আগামী পর্বে আরো এক মহান ভক্ত এবং তার ভক্তির কথা নিয়ে ফিরে আসবো। পড়তে থাকুন।ভালো থাকুন। ধন্যবাদ।