মন্দির রহস্য- জাটোলি শিব মন্দির

609

শ্রাবন মাস জুড়ে শিব সংক্রান্ত নানান তথ্য আপনাদের সামনের উপস্থিত করবো লেখা লেখি ও টিভির অনুষ্ঠানেরা মাধ্যমে|পাশাপাশি ইউ টিউব এও প্রতি নিয়ত নিত্যনতুন ভিডিও আপলোড হচ্ছে|আজকের পর্বে এই ধারাবাহিকতা বজায় রেখে একটি রহস্যময় শিব মন্দিরের কথা লিখছি|জাটোলি শিব মন্দির নামে একটি সুউচ্ছ শিবমন্দির দেবভূমি হিমাচল প্রদেশের সোলানে অবস্থিত রয়েছে|অনেকের মতেই এই মন্দির দেশের উচ্চতম শিব মন্দির|এই মন্দিরের প্রতিষ্ঠার ইতিহাস অতি প্রাচীন এমননি একটি প্রচলিত জনশ্রুতি অনুসারে প্রাচীনকালে স্বয়ং মহাদেব এই জায়গায় এসেছিলেন ও কিছুটা সময় এখানে কাটিয়ে যান|একটি বিশেষ কারনে এই মন্দির রহস্যময় মন্দিরে পরিনত হয়েছে|কথিত আছে এই মন্দিরের দেয়াল থেকে ডমরুর শব্দ উৎপন্ন হয়ে|এই মন্দিরের দেয়ালে আঘাত করলে এক বিশেষ ধরণের শব্দের তরঙ্গ তৈরি হয়। যা হুবহু মহাদেব হাতের বাদ্যযন্ত্র, ডমরুর শব্দের মতো|আস্থাশীল ও নিষ্ঠাবান দর্শিনার্থীদের কাছে এই অলৌকিক শব্দ বা ডমরু ধ্বনি অতি পবিত্র|শিব সাধক স্বামী কৃষ্ণানন্দ পরমহংস ১৯৭৪ সালে বর্তমানে অবস্থিত মন্দিরের স্থাপনা কার্য শুরু করেন| মন্দিরের উচ্ছতা ১১১ ফুট|মন্দিরের ভিতরের এক ক্রিস্টাল শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে এবং শিব পার্বতীর মূর্তিও রয়েছে|পাশাপাশি আরও অন্যান্য দেবদেবীর মূর্তিও রাখা হয়েছে। সেইসঙ্গে ১১ ফুট উঁচু সোনার কলসি রাখা আছে মন্দিরের সর্বোচ্চ স্থানে|কলকাতারা দুর্গোৎসবের থিম পুজোর দৌলতে অনেকেই হয়তো এই মন্দির দেখেছেন তবে হিমাচল প্রদেশে যাত্রা কালে কখনো এই মন্দির দর্শনের সুযোগ এলে হাতছাড়া করবেন না|আজ বিদায় নিলাম চেম্বারে জ্যোতিষ চর্চা ও অনলাইন জ্যোতিষ পরামর্শ দেয়ার ফাঁকে সময় বের করে আবার ফিরে আসবো নতুন পর্ব নিয়ে|প্রয়োজনে যোগাযোগ করতে পারেন উল্লেখিত নাম্বারে|ভালো থাকুন| ধন্যবাদ|