শক্তিপীঠ – বিন্ধ্য বাসিনী

5

শক্তিপীঠ – বিন্ধ্য বাসিনী

 

পন্ডিতজি ভৃগুশ্রী জাতক

 

শিব চরিত মতে ভারতের একান্ন টি শক্তিপীঠের মধ্যে একটি উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় অবস্থিত মা বিন্ধ্যবাসিনী দেবী মন্দির।

 

দেবী বিন্ধ্যবাসিনী দুর্গার একটি রূপ। তিনি বিন্ধ্য পর্বত মালার অধীস্টাত্রী দেবী। পুরান মতে শুম্ভ নিশুম্ভ বধের পর দেবী এই স্থানে এসে বিরাজমান হন। তার নামেই স্থানের নাম করণ হয়।

 

ঠিক কোন অঙ্গ এই স্থানে পড়েছিল তা নিয়ে মত পার্থক্য আছে তবে শিব চরিত অনুসারে এই স্থানে দেবীর বাম পদের আঙ্গুল পড়েছিল।

 

দেবী মহা শক্তির প্রতীক। প্রাচীন মন্দিরে দেবীর তৃণয়না মূর্তি রয়েছে। সাথে মহা কালী এবং মহা লক্ষীর মন্দির ও রয়েছে। মনোরম প্রাকৃতিক পরিবেশে। গঙ্গার ধারে দেবীর মন্দির অপূর্ব আধ্যাত্মিক শান্তি দেয়। দেবীর ভৈরব পুন্যভাজন।

 

চৈত্র এবং আশ্বিন মাসে নবরাত্রির সময় এখানে ভক্তদের বিশাল ভিড় জমে। সেই সময়ে বিশেষ আরতি, চন্ডীপাঠ এবং হোম যজ্ঞ অনুষ্ঠিত হয়।

 

ফিরে আসবো পরবর্তী শক্তি পীঠের ইতিহাস এবং পৌরাণিক ব্যাখ্যা নিয়ে। পড়তে থাকুন।

ভালো থাকুন।ধন্যবাদ।