জন্মদিনে কবিগুরুকে প্রণাম ও শ্রদ্ধার্ঘ্য

512

অগ্রজ কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাজানিয়ে একাধিক কবিতা লিখেছেন বাংলাকাব্য জগতের আরেক মহারথী জীবনানন্দ দাশ যার মধ্যে ঊষা’ পত্রিকায় প্রকাশিত ‘রবীন্দ্রনাথ’ শিরোনামে এই কবিতাটি আমার খুব প্ৰিয় -‘মানুষের মনে দীপ্তি আছেতাই রোজ নক্ষত্র ও সূর্য মধুর—এ রকম কথা যেন শোনা যেতো কোনো একদিন,আজ সেই বক্তা ঢের দূরচলে গেছে মনে হয় তবু;আমাদের আজকের ইতিহাস হিমেনিমজ্জিত হয়ে আছে বলেওরা ভাবে নীল হয়ে গিয়েছে অন্তিমেসৃষ্টির প্রথম নাদ—শিব ও সৌন্দর্য;তবুও মূল্য ফিরে আসেনতুন সময়তীরে সার্বভৌম সত্যের মতনমানুষের চেতনায় আশায় প্রয়াসে।’আজ পঁচিশে বৈশাখে কবিগুরুর চরনে আমার প্রণাম ও শ্রদ্ধার্ঘ্য রইলো|