আন্তর্জাতিক বিশ্ব জ্যোতিষ দিবসের শুভেচ্ছা

305

আজ আন্তর্জাতিক বিশ্ব জ্যোতিষ দিবস,আজ এই মহান পেশা কে উদযাপন করার দিন, আজ রাশি চক্রের সূচনা উপলক্ষে সারা পৃথিবী জুড়ে পালিত হবে আন্তর্জাতিক জ্যোতিষ দিবস|হাজার হাজার বছর ধরে মানুষের সঙ্গে রয়েছে জ্যোতিষ শাস্ত্র, প্রাচীন মায়া সভ্যতা থেকে ভারতীয় বৈদিক সংস্কৃতি, সর্বত্র মানুষের সাথে থেকে তার সব প্রশ্নর উত্তর দিয়ে ভবিষ্যতকে সহজ করেছে জ্যোতিষ শাস্ত্র, গণনা পদ্ধতি আলাদা হতে পারে, কিছু বেসিক রীতি নীতি আলাদা হতে পারে কিন্তু সব দেশে, সব সময়ে জ্যোতিষ শাস্ত্রের মূল আদর্শ একই তা হলো মানব জীবনে গ্রহ নক্ষত্রর প্রভাব নির্ণয় ও সঠিক পথনির্দেশ|তাই এই পেশা মহান এবং যুগউপযোগী|ঐতিহ্য, প্রাচীনত্ব এবং গণনা শৈলীর দিক থেকে ভারতীয় জ্যোতিষ শাস্ত্র অত্যন্ত উন্নত এবং বিজ্ঞান সম্মত|ইদানিং কালে জ্যোতিষ শাস্ত্রে অনেক পরিবর্তন এসেছেন, অনলাইন পরিষেবা, ডিজিটাল মার্কেটিং, ভার্চুয়াল কনফারেন্স,আরো অনেককিছু, এক কথায় প্রযুক্তি আগের থেকে বেশি ব্যবহিত হচ্ছে ব্যাবহারিক জ্যোতিষ শাস্ত্রে, হচ্ছে আধুনিকীকরণ, এর সুফল পাচ্ছেন জ্যোতিষী এবং জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসী সাধারণ মানুষ|তবে আধ্যাত্মিকতার সাথে জ্যোতিষ শাস্ত্রের সম্পর্ক দিন দিন আরো দৃঢ় হচ্ছে|ভারত বর্ষের যত মহান ঋষি বা শাস্ত্রজ্ঞ জ্যোতিষ নিয়ে কাজ করেছেন এবং নিজেদের গবেষণাদিয়ে জ্যোতিষ শাস্ত্রকে সমৃদ্ধ করেছেন তারা কেউই জ্যোতিষ শাস্ত্র থেকে এই আধ্যাত্মিকতা কে আলাদা করে দেখেন নি|ভৃগু থেকে পরাশর, বরাহ মিহির থেকে খনা কিংবা আধুনিক সময়ের বেজান দারুওয়ালা, এরা কেউ ব্যতিক্রম নন আর অভিজ্ঞতা ও অধ্যাবসায়ের এখনো কোনো বিকল্প নেই|নিজের দীর্ঘ জ্যোতিষ জীবনে অসংখ্য মানুষের সমস্যা শুনেছি এবং জ্যোতিষ শাস্ত্র মতে তার সমাধান করেছি|আপনাদের সমর্থন ও সহযোগিতা নিয়ে আগামী দিনেও এই কর্মকান্ড চলতে থাকবে|বিশ্বাস রাখুন জ্যোতিষ শাস্ত্রে, আস্থা রাখুন নিখুঁত ভাগ্যবিচার ও সঠিক প্রতিকারে, আমার সকল শুভাকাঙ্খী ও সব জ্যোতিষ প্রেমীদের জানাই আন্তর্জাতিক জ্যোতিষ দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন|ভালো থাকুন|ধন্যবাদ|